মওলানা সাধ কান্ধালভি। —ফাইল চিত্র
নিজামউদ্দিন মরকজের অন্যতম উদ্যোক্তা মওলানা সাদ কান্ধালভির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। আইনি চাপের মুখে পড়ে দিল্লি পুলিশকে তদন্তে সাহায্য করার বার্তা দিয়ে চিঠি পাঠালেন তিনি।
দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া ওই চিঠিতে মওলানা লিখেছেন, "আমি ইতিমধ্যেই তদন্তে অংশগ্রহণ করেছি। দু’টি নোটিশের উত্তরও জিয়েছি। ফের জানাচ্ছি যে, আমি সবসময় প্রস্তুত এবং আপনি যে তদন্ত করবেন তাতে আমি সহযোগিতা করতে ইচ্ছুক।’
তবলিগি মারকজের জমায়েতের পর পরই, ওই কাণ্ডের অন্যতম উদ্যোক্তা মওলানা সাদ কান্ধালভির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল দিল্লি পুলিশ। তাতে যোগ হয়েছে অনিচ্ছাকৃত খুনের মামলাও। গত ৮ এপ্রিল থেকে কোয়রান্টিনে রয়েছেন মওলানা সাদ। তাঁর আইনজীবী জানিয়েছেন, আইসোলেশন পিরিয়ড শেষ হলেই তিনি তদন্তের মুখোমুখি হবেন। সূত্রের খবর, দিল্লির জাকিরনগর এলাকায় একটি বাড়িতে রয়েছেন সাদ। সেটিকে চিহ্নিতও করেছে করেছে পুলিশ।
আরও পড়ুন: কলকাতার বহু পাড়া পুরো সিল করল পুলিশ, দেখে নিন কোথায় কোথায়
পুলিশের অভিযোগ, প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে দিল্লির ওই এলাকায় প্রথমে জমায়েত করেন মওলানা সাদ কান্ধালভি। পরে জমায়েতে উপস্থিত সদস্যদের একটি ছ’তলা বাড়ির মধ্যে ঘিঞ্জি পরিবেশে প্রায় সপ্তাহখানেক ধরে রেখে দেন। কেন্দ্র ও দিল্লি সরকারের অভিযোগ, মূলত জামাত সদস্যদের মারফতই দেশের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যদিও নিজামুদ্দিন থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত ওই বাড়িটিতে পুলিশের নজর এড়িয়ে প্রায় দু’হাজার জামাত সদস্য কী ভাবে ছিলেন, সেই প্রশ্নও তুলছে বিরোধীরা।
আরও পড়ুন: ‘এ সময় মৃতের সংখ্যা গোনাই তো একটা চ্যালেঞ্জ’, চিনের পাশে দাঁড়িয়ে বলল হু
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)