মৌলানা সাদ
নিজামুদ্দিন মরকজের মূল উদ্যোক্তা, ‘নিখোঁজ’ হয়ে যাওয়া মৌলানা সাদকে খুঁজে পেল দিল্লি পুলিশ। সরকারি ভাবে দিল্লি পুলিশের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা না হলেও, সূত্রের খবর, দিল্লির জাকিরনগর এলাকায় যে বাড়িটিতে সাদ এখন রয়েছেন, সেটি চিহ্নিত করতে পেরেছে পুলিশ।
সূত্রের খবর, ডাক্তারের পরামর্শে নিজে থেকেই নিভৃতবাসে রয়েছেন সাদ। ১৪ দিন নিভৃতবাসের সময়সীমা পেরিয়ে গেলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সাদ ছিলেন নিজামুদ্দিন এলাকায় তবলিগি মরকজের অন্যতম প্রধান উদ্যোক্তা। তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ওই এলাকায় প্রথমে জমায়েত করেন এবং তার পরে জমায়েতে উপস্থিতি সদস্যদের একটি ছ’তলা বাড়ির মধ্যে ঘিঞ্জি পরিবেশে প্রায় সপ্তাহখানেক রেখে দেন। কেন্দ্র ও দিল্লি সরকারের অভিযোগ, মূলত জামাত সদস্যদের মারফতই দেশের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। না হলে এ দেশে সংক্রমিতের সংখ্যা আরও কম হত। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, বর্তমানে মোট সংক্রমণের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশের পিছনে রয়েছেন জামাত সদস্যরা। যদিও নিজামুদ্দিন থানা লাগোয়া ওই বাড়িতে কী ভাবে পুলিশের নজর এড়িয়ে প্রায় দু’হাজার জামাত সদস্য রয়ে গিয়েছিলেন, তার সদুত্তর নেই দিল্লি পুলিশের কাছে। বিরোধীদের অভিযোগ, তবলিগি জামাত মারফত সংক্রমণের দায় এড়াতে পারে না দিল্লি পুলিশ ও প্রশাসন।