Coronavirus

করোনায় মৃত্যু লোকপাল সদস্য বিচারপতি এ কে ত্রিপাঠীর

হাসপাতাল সূত্রের খবর, করোনায় আক্রান্ত হওয়ার পর বিচারপতি ত্রিপাঠীকে এপ্রিলের ২ তারিখে ভর্তি করানো হয় এমস-এ। তিনি আক্রান্ত হওয়ার আগে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁর কন্যা ও পাচক। কিন্তু পরে তাঁরা দু’জনেই সেরে ওঠেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মে ২০২০ ১১:২২
Share:

করোনায় মৃত লোকপাল সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে ত্রিপাঠী। -ফাইল ছবি।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল লোকপাল সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে ত্রিপাঠীর। শনিবার রাতে তাঁর মৃত্যু হয় দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (এমস)’। তাঁর বয়স হয়েছিল ৬২।

Advertisement

হাসপাতাল সূত্রের খবর, করোনায় আক্রান্ত হওয়ার পর বিচারপতি ত্রিপাঠীকে এপ্রিলের ২ তারিখে ভর্তি করানো হয় এমস-এ। তিনি আক্রান্ত হওয়ার আগে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁর কন্যা ও পাচক। কিন্তু পরে তাঁরা দু’জনেই সেরে ওঠেন।

চিকিৎসকেরা জানাচ্ছেন, এমস-এ ভর্তি হওয়ার পর থেকে ক্রমশই অবস্থার অবনতি হতে সুরু করে বিচারপতি ত্রিপাঠীর। ছত্তীসগঢ় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ত্রিপাঠীকে নিয়ে যেতে হয় এমস-এর ট্রমা কেয়ার ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। অবস্থার আরও অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। শনিবার রাত পৌনে ন’টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় বিচারপতি ত্রিপাঠীর।

Advertisement

চার সদস্যের লোকপাল কমিটির অন্যতম বিচারপতি ত্রিপাঠী তাঁর কার্যালয়ে শেষ এসেছিলেন গত ২০ মার্চ। তাঁর রক্তপরীক্ষায় করোনা পজিটিভের প্রমাণ মেলার পরেই গোটা লোকপাল ভবনটিকেই স্যানিটাইজ করা হয়। দিল্লির কিদোয়াই নগরে একটি অ্যাপার্টমেন্টকে স্যানিটাইজ করে সেখানেই রাখা হয় লোকপাল কমিটির বাকি সদস্য ও অফিসারদের।

আরও পড়ুন: করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা, শ্রমিক-প্রশ্নে কেন্দ্রের সঙ্গে কথা চায় নবান্ন

আরও পড়ুন: এ বঙ্গে কিসে কিসে ছাড়? রাজ্যের সিদ্ধান্ত সোমবার

ও দিকে, ভারতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজারেরও বেশি। এ দিন নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৬৪৪ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যাও ৪০ হাজার ছুঁইছুই (৩৯৯৮০)।রবিবার সকাল পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ১৩০১ জনের। এই মৃতদের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃতের সংখ্যা ৫০১। ২৬২ জন মারা গিয়েছেন গুজরাতে। মধ্যপ্রদেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫১ জন। দেশে আর কোনও রাজ্যে অবশ্য শতাধিক মৃত্যু নেই। রাজস্থানে মৃত ৩৫, দিল্লিতে ৬৪।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement