—ফাইল চিত্র।
করোনার ধাক্কায় স্থগিত রাখা হল অসমের বড়ো স্বশাসিত পরিষদের নির্বাচন। বন্ধ করে দেওয়া হল কামাখ্যা মন্দির। আজ রাজ্যে জুম্মাবারের নমাজে ভিড় কম ছিল। তবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, রাজ্যের সমস্ত মন্দির, মসজিদ, গির্জা, গুরদ্বার ও আখড়া-সহ অন্য সব ধর্মীয় স্থানে ভক্তসমাগম নিষিদ্ধ করা হয়েছে। কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হবে না।
করোনার কারণে অসম সরকার রাজ্য নির্বাচন কমিশনকে বড়ো স্বশাসিত পরিষদের ভোট পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায়। আজ রাজ্য নির্বাচন কমিশনার অলোক কুমার ঘোষণা করেন, আপাতত ভোটগ্রহণ স্থগিত রাখা হচ্ছে। আগামী কাল মনোনয়ন পত্র প্রত্যাহার শেষ হলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে আপাতত ভোটগ্রহণ করা হবে না। প্রচারও বন্ধ রাখা হচ্ছে। অলোকবাবু বলেন, ‘‘নিয়ম অনুযায়ী বিটিসি নির্বাচনের গোটা প্রক্রিয়া ২৭ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা সবচেয়ে বড় কথা।’’
কামাখ্যার বড় দলৈ মোহিত শর্মা জানান, শুধু মন্দির নয়, সমগ্র চত্বরেই য়ে কারও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মসজিদে গিয়ে নমাজ আদায়ে নিষেধাজ্ঞার পর আজ ছিল প্রথম শুক্রবার। বরাক-ব্রহ্মপুত্রের মসজিদগুলিতে ভিড় কম ছিল। কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা বলেন, ‘‘দুর্যোগ মোকাবিলা আইনের ৩৪ ধারায় মন্দির, মসজিদ, গির্জা, আখড়া, গুরুদ্বারে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি আগেই হয়েছে। কেউ অমান্য করলে একই আইনের ৫১ ধারায় শাস্তি পেতে হবে।’’
আরও পড়ুন: মুম্বইয়ে সমস্ত অফিস বন্ধের নির্দেশ, দিল্লিতে বাজার বন্ধ তিন দিন
স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, আগামী কাল থেকে সরকারি দফতরে পর্যায়ক্রমে ৫০ শতাংশ কর্মী আসবেন। বাকিরা বাড়ি থেকেই কাজ করবেন। স্বাস্থ্য ও অর্থ দফতরের কর্মীরা কোনও ছুটি পাবেন না। রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৮৩ হাজার মানুষের পরীক্ষা হয়েছে। হোম কোয়রান্টিনে রাখা হয়েছে ১০০৩ জনকে। আইসোলেশন ওয়ার্ডে আছেন ৪১ জন। ৫৭টি নমুনা পরীক্ষা করা হলেও কোনও পজ়িটিভ কেস নেই।
পাশাপাশি, হিমন্ত জানান, বাইরে থেকে আসা যে সব যাত্রীকে হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে, তাঁদের হাতে স্ট্যাম্প লাগানো হবে। আগামী ১৪ দিন খুব গুরুত্বপূর্ণ। আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খবর নেবেন। এক মাসের মধ্যে অসম থেকে বিদেশে গিয়ে যাঁরা আটকে পড়েছেন তাঁদের সকলকে দু’হাজার ডলার করে সাহায্য পাঠাবে অসম সরকার। কারও ভিসা শেষ হলে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এ দিকে, আজ এর্নাকুলাম এক্সপ্রেসে কেরল থেকে কামাখ্যা স্টেশনে আসা ন’জন যুবকের দেহের তাপমাত্রা ১০০ ডিগ্রির উপরে থাকায় আতঙ্ক ছড়ায়। তাঁদের কোয়রান্টিন সেন্টারে রেখে নজরদারি চলছে। আজ ও আগামী কাল মেঘালয়ের শিলং-সহ গোটা পূর্ব খাসি হিল জেলার সব বাজার, বাণিজ্য প্রতিষ্ঠান, গণপরিবহণ বন্ধ রাখা হবে। জারি হয়েছে ১৪৪ ধারাও।