গ্রাফিক: শৌভিক দেবনাথ
দ্বিতীয় দফার লকডাউন চলছে দেশ জুড়ে। গত ২০ এপ্রিল থেকে কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যেই সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২০ হাজার। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৮৬ জনের দেহে নতুন করে করোনাভাইরাসের জীবাণু ধরা পড়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭১। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯৫৯ জন।
বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯ জনের। দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫২।
সারা দেশের মধ্যে করোনা সংক্রমণের সবচেয়ে ভয়াবহ ছবি উঠে আসছে মহারাষ্ট্র থেকে। সেখানে ৫ হাজার ২২১ জন সংক্রমণের শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ২৫১ জনের। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৭২২ জন। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭২ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে সংক্রমণের কবলে পড়েছেন ২ হাজার ১৫৬ জন। সংক্রমণের গণ্ডি দেড় হাজার ছাপিয়ে গিয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুতেও। ১ হাজার ৪১২ জন সংক্রমিত হয়েছেন উত্তরপ্রদেশে। তেলঙ্গানায় করোনা আক্রান্ত ৯৪৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৩ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। যদিও রাজ্য সরকারের দেওয়া হিসেবে এ রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২৭৪ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।
আরও পড়ুন: রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রের, অবশেষে পথে নামল কেন্দ্রীয় দল
নতুন করে সংক্রমণ ধরা পড়েছে কেরলেও। এখন সেখানে আক্রান্তের সংখ্যা হয়েছে ৪২৭। গোটা দেশেই যখন করোনা ছোবল দিয়েছে, তখন এক মাত্র ব্যতিক্রমী ছবি দেখা গিয়েছে সিকিমে। সেখানে এখনও পর্যন্ত এক জনও করোনা আক্রান্ত ধরা পড়েনি। অবশ্য এর পাশাপাশি এই অতিমারিকে হারিয়ে দিতে পেরেছেন অনেকেই।
আরও পড়ুন: ‘তুলনায় ভারতে দুর্বল করোনা’
গ্রাফিক: শৌভিক দেবনাথ
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)