Coronavirus

২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমণ ৮২৬ জনের, আক্রান্ত বেড়ে ১২৭৫৯, মৃত ৪২০

সারা দেশে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার হিসাবটাও আশাপ্রদ। এখনও পর্যন্ত এক হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ১০:২১
Share:

সারা দেশে চলছে লকডাউন। কিন্তু তার মধ্যেই বেড়ে চলেছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮২৬ জন। সব মিলিয়ে সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২ হাজার ৭৫৯। দেশে ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২৮ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২০।

Advertisement

মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে। সেখানে ২ হাজার ৯২৯ জন আক্রান্ত। মৃত্যুও হয়েছে ১৮৭ জনের। শুধুমাত্র মুম্বইতেই আক্রান্তের সংখ্যা ১৮৯৬ জন। দিল্লিতে দেড় হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। এর পরেই রয়েছে তামিলনাড়ু (১২৪২) ও রাজস্থান (১০২৩)। মহারাষ্ট্র ছাড়া বাকি রাজ্যগুলিতে অবশ্য মৃত্যুর সংখ্যা কম। গুজরাতে ৮৭১ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মৃত্যু হয়েছে ৩৬ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১। মৃত্যু হয়েছে ৭ জনের। নবান্নের দেওয়া তথ্য বলছে, এ রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা রোগী রয়েছেন ১৪৪ জন। তবে রাজ্য সরকারের হিসেবে আরও তিন জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে কোরনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০।

Advertisement

সারা দেশে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার হিসাবটাও আশাপ্রদ। এখনও পর্যন্ত ১৫১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। সারা দেশে ইতিমধ্যেই ১৭০টি জেলাকে সংক্রমণের ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে এ রাজ্যের ৪টি জেলা। রাজ্য সরকার অবশ্য এর আগেই বেশ কিছু এলাকাকে চিহ্নিত করে ফেলেছে। সেগুলিকে সরাসরি ‘হটস্পট’ না বলে, বলা হচ্ছিল ‘হাই রিস্ক জোন’।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন: ডাক্তার, নার্স, পুলিশের জন্য সুরাহা মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যেই গোটা দেশেই করোনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। চিকিৎসকদের মতে, এর ফলে নিত্যনতুন করোনা আক্রান্তের হদিশ মিলছে। আইসিএমআর-এর দেওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত সারা দেশে এখনও পর্যন্ত ২ লক্ষ ৪৪ হাজার ৮৯৩ জনের পরীক্ষা হয়েছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement