দেশে মেয়াদ বেড়েছে লকডাউনের। কিন্তু এর মধ্যেও রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৯০৭ জনের করোনা সংক্রমণের খবর মিলেছে। ফলে সারা দেশে এখন আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছুঁই ছুঁই। এখন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৭৯২।
বেড়েছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তা ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮৮। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২০১ জন।
করোনা সংক্রমণের ভরকেন্দ্র মহারাষ্ট্র। গোটা দেশের নিরিখে আক্রন্তের সংখ্যা ও মৃত্যু, দুটি ক্ষেত্রেই শীর্ষে রয়েছে ওই রাজ্যটি। মোট ৩ হাজার ৩২৩ জন আক্রান্ত ওই রাজ্যে। এর ঠিক পরেই রয়েছে দিল্লি। সেখানে এক হাজার ৭০৭ জন আক্রান্ত। এ ছাড়াও, হাজারের বেশি আক্রান্ত হয়েছেন তামিলনাড়ু (১৩২৩), মধ্যপ্রদেশ (১৩৫৫), রাজস্থান (১২২৯) ও গুজরাতে (১২৭২)। ৭৯১ জন আক্রান্ত তেলঙ্গানায়। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা হয়েছে ৬০৩।
পশ্চিমবঙ্গে ২৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩২ জন বেড়েছে। মোট মৃতের সংখ্যা ১০। এই তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। রাজ্য সরকারের হিসেবে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭৮। মৃতের সংখ্যা ১০ থেকে বেড়ে হয়েছে ১২। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন।
আরও পড়ুন: অনেক হয়েছে আর নয়, এ বার কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
গত কয়েক দিন ধরেই সারা দেশে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। তবে এ সবের মধ্যেও আশার কথা, করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও দিনে দিনে বাড়ছে। ইতিমধ্যেই ১৯৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: আক্রান্তদের শরীরে ফিরতে পারে করোনা, উদ্বেগে স্বাস্থ্য মন্ত্রক
গ্রাফিক: শৌভিক দেবনাথ
অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)