ভিড়ের এই ছবিই ধরা পড়েছে। ছবি: সংগৃহীত।
কোভিড পরিস্থিতির মধ্যে এক মুসলিম ধর্মগুরুর শেষকৃত্যে হাজার হাজার লোকের সমাগম ঘিরে আরও সংক্রমণের আশঙ্কা তৈরি হল উত্তরপ্রদেশে। ঘটনার খবর সামনে আসার পরই পুলিশ তদন্ত শুরু করেছে। কোভিড আইন ভাঙার জন্য এফআইআর-ও হয়েছে ভিড় জমানো মানুষের বিরুদ্ধে। চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বদায়ুঁর পুলিশ সুপার সঙ্কল্প শর্মা।
কী ঘটেছিল?
গত রবিবার বিকেলে বদায়ুঁর এক মুসলিম ধর্মগুরুর মৃত্যু হয়। আব্দুল হামিদ মহম্মদ সালিমুল নামে ওই ধর্মগুরুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়া মাত্র উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে বদায়ুঁতে জমায়েত হতে শুরু করে। ঘণ্টা খানেকের মধ্যে হাজার হাজার মানুষ বদায়ুঁর মসজিদের সামনে জমায়েত করেন। এই মসজিদেই রাখা ছিল ধর্মগুরুর দেহ।
উত্তরপ্রদেশে কোভিড আইন অনুযায়ী শেষকৃত্যে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না। সেখানে হাজার হাজার লোকের জমায়েত থেকে সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। তা ছাড়া জমায়েতের যে ছবি দেখা গিয়েছে, তাতে খুব কম সংখ্যক লোকের মুখে মাস্ক ছিল বলে জানিয়েছে পুলিশ, যা আরও উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে।