coronavirus

এ বার দেশেই কোভিড টিকা, গবেষণায় হাত মেলাল আইসিএমআর, ভারত বায়োটেক

ভারতে কোভিড-১৯-এর ওই টিকা বানানো হচ্ছে একেবারেই দেশীয় প্রযুক্তিতে। যাতে অনেক কম খরচে যত তাড়াতাড়ি সম্ভব তা আমজনতার কাছে পৌঁছে দেওয়া যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০২০ ১৩:০১
Share:

এ বার দেশেই বানানো হচ্ছে কোভিড টিকা। - ফাইল ছবি।

ভারতেই কোভিড-১৯-এর টিকা যত তাড়াতাড়ি সম্ভব বানানোর প্রয়াস শুরু হল। সেই লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণার জন্য ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)’ হাত মেলাল হায়দরাবাদের সংস্থা ‘ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের (বিবিআইএল)’ সঙ্গে। শনিবার আইসিএমআর-এর তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

Advertisement

এও জানানো হয়েছে, আইসিএমআর-এর অধীনে থাকা পুণের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)’র গবেষণাগারে বানানো কোভিড-১৯ ভাইরাসের স্ট্রেন তুলে দেওয়া হয়েছে বিবিআইএলের হাতে। টিকা বানানোর গবেষণার জন্য।

ভারতে কোভিড-১৯-এর ওই টিকা বানানো হচ্ছে একেবারেই দেশীয় প্রযুক্তিতে। যাতে অনেক কম খরচে যত তাড়াতাড়ি সম্ভব তা আমজনতার কাছে পৌঁছে দেওয়া যায়।

Advertisement

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, টিকা নিয়ে গবেষণা ও টিকা বানানোর জন্য বিবিআইএল-কে সব রকম ভাবে সাহায্য করবে আইসিএমআর এবং এনআইভি। গবেষণার জন্য প্রয়োজনীয় রাসায়নিকের দ্রুত জোগানে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে দিকেও নজর রাখা হবে। সম্ভাব্য টিকা নিয়ে প্রাণী ও মানুষের উপর পরীক্ষানিরীক্ষার জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদনেও দেরি হবে না।

আরও পড়ুন- লকডাউন শিথিলের সিদ্ধান্ত বুমেরাং হবে না তো! আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের

আরও পড়ুন- উহানের পর ঢাকায় ২১ দিনে প্রস্তুত বসুন্ধরা গ্রুপের ২০১৩ বেডের করোনা হাসপাতাল

বিবিআইএল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা একটি বিবৃতিতে বলেছেন, ‘‘আইসিএমআর এবং এনআইভি-র সঙ্গে এই প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই অতিমারির বিরুদ্ধে দেশের লড়াইয়ের অঙ্গ হিসেবে এই প্রকল্পকে সফল করে তুলতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।’’

কোভিড-১৯-এর টিকা বানানোর গবেষণায় বিবিআইএল যে প্রস্তুত হচ্ছে, তার আভাস অবশ্য আগেই মিলেছিল। কোভিড-১৯-এর টিকা বানানোর গবেষণার জন্য বিবিআইএল-কে অর্থসাহায্য দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্রীয় বায়োটেকনোলজি মন্ত্রক, গত ২০ এপ্রিল। তার আগে ৩ এপ্রিল বিবিআইএলের তরফে জানানো হয়েছিল, ফ্লু-এর টিকার ভিত্তিতে তারা কোভিড-১৯-এর একটি টিকা বানানোর গবেষণা চালাচ্ছে। ‘কোরো-ফ্লু’ নামে সেই টিকা নাক দিয়ে নেওয়া যাবে। এক ড্রপ করে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement