প্রতীকী ছবি
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিল্লির নাইট ক্লাব, স্পা এবং জিম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হল। পাশাপাশি নিষিদ্ধ হয়েছে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ৫০ জনের বেশি লোকের জমায়েত। বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা না করলেও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। নাগরিকেরা যাতে নিজে থেকেই বিয়ের অনুষ্ঠানগুলি থেকে দূরে থাকেন, সেই আর্জি জানিয়েছেন তিনি। এ দিন তামিলনাড়ু সরকারও ৩১ মার্চ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে বিধিনিষেধ আরোপ করেছে। বন্ধ জনসভা, মিছিলও।
দিল্লিতে এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সাত। মৃত্যু হয়েছে এক জনের। স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ হয়েছে গত সপ্তাহেই। কেজরীবাল আজ জানিয়েছেন, অটো ও ট্যাক্সিগুলিতে সংক্রমণ আটকানোর ব্যবস্থা হবে বিনামূল্যে। মেট্রো স্টেশনগুলিতে যাত্রীদের র্থামাল স্ক্রিনিংয়ের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিল্লির তিনটি হোটেলকে চিহ্নিত করা হয়েছে— যেখানে পয়সা দিয়ে কোয়রান্টিনে থাকা যাবে। পর্যাপ্ত বেডের ব্যবস্থা করা হয়েছে হাসপাতালেও।