বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। ছবি: পিটিআই।
ভারতে নোভেল করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তার মধ্যেই কর্নাটকের কালবুর্গি জেলায় সরকারি হাসপাতালে ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হল। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে সন্দেহ চিকিৎসকদের। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। বেঙ্গালুরুর একটি ল্যাবে ওই বৃদ্ধের লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। মহম্মদ হুসেন সিদ্দিকি নামের ওই বৃদ্ধ সম্প্রতি সৌদি আরব থেকে তীর্থ সেরে ফিরেছিলেন বলে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে।
এ দিন রাজস্থান এবং দিল্লিতেও নতুন করে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজস্থানে ৮৫ বছরের এক বৃদ্ধের শরীরে সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬২-তে গিয়ে ঠেকল, যার মধ্যে শামিল রয়েছেন ইটালির ১৬ জন নাগরিকও। ভারতে দিল্লি এবং সংলগ্ন এলাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এখনও পর্যন্ত ২০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। পশ্চিমবঙ্গে এখনও কারও শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি। তবে করোনা আক্রান্ত সন্দেহে রাজ্যে এ পর্যন্ত তিনজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
বিশ্বের অন্যান্য দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। গোটা বিশ্বে এখনও পর্যন্ত ১ লক্ষ ১০ হাজার মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৪০০০-এরও বেশি মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ফ্রান্স, জার্মানি এবং স্পেন থেকে বিদেশিদের ভারতে প্রবেশ সাময়িক বন্ধ রাখা হয়েছে। অনলাইনে যাঁরা ভিসা হাতে পেয়েছিলেন, তা-ও আপাতত বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: জিন বদলেই করোনা হয়ে উঠছে ভয়াবহ, ঠেকাতে নতুন পদ্ধতি খুঁজছেন গবেষকরা
করোনার প্রকোপে বুধবার বিশ্বের সারাদিন কোথায় কী ঘটল দেখে নিন এক নজরে—
• তামিলনাড়ুতে ৪৫ বছরের এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস মিললেও, এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর। ওমান থেকে ফেরার পর গত ৭ মার্চ ওই ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। তামিলনাড়ুতে আর কেউ করোনায় আক্রান্ত হননি।
• আগামী ৩১ মার্চ পর্যন্ত উপত্যকার সমস্ত প্রথামিক ও অঙ্গনওয়াড়ি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। এখনও পর্যন্ত সেখানে এক জনের শরীরেই সংক্রমণ ধরা পড়েছে।
• করোনা আক্রান্ত সন্দেহে গুজরাতে ৫৬ জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। কিন্তু লালারস পরীক্ষা করে তাঁদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। এ দিন গুজরাত সরকারের তরফে তা ঘোষণা করা হয়েছে।
• নেপালে ৭১ জন চিনা নির্মাণকর্মীকে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। অতি সম্প্রতি তাঁরা চিন থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। পোখারা আঞ্চলিক বিমানবন্দরের কাছে নিরাপদে রাখা হয়েছে তাঁদের।
• করোনা সংক্রমণে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৪-তে গিয়ে ঠেকল, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৬৩ জনের মৃত্যু হয়েছে।
• করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ দিন বেলজিয়ামে এক জনের মৃত্যু হয়েছে। নোভেল করোনার জেরে এই প্রথম কেউ প্রাণ হারালেন সেখানে।
• নোভেল করোনার প্রকোপে ধুঁকছে ইটালিও। সেখানে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এখনও পর্যন্ত ৬৩১ জন প্রাণ হারিয়েছেন সেখানে। পরিস্থিতি বিচার করে পোপ ফ্রান্সিসের ইটালি সফরও বাতিল করা হয়েছে।
• পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান প্রদেশে ১৪ বছরের এক কিশোরের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এখনও পর্যন্ত সেখানে ২০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
ফ্রান্স, জার্মানি এবং স্পেনের নাগরিকদের ভিসা বাতিল করল ভারত। ছবি: পিটিআই।
• চিনের উহান প্রদেশ থেকেই করোনাভাইরাসের উৎপত্তি। সেখানে এখনও পর্যন্ত ৮০ হাজার ৭৮৮ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। তার জেরে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৫৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ৫৭৯ জন। তবে চিনের বাইরে যাঁরা বসবাস করছেন, দেশে ফেরার অপেক্ষা না করে অবিলম্বে তাঁরা যেন চিকিৎসা করিয়ে নেন, এ দিন বেজিংয়ের তরফএ তেমনই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: করোনার নিষেধাজ্ঞা, এ রাজ্যে হারানো ভাইয়ের খোঁজ পেয়েও নিরুপায় কেরলের দাদা
• শুরুতে তেমন আমল না দিলেও, নোভেল করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে আমেরিকায়। সেখানকার ৩০টি প্রদেশ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। নোভেল করোনার জেরে এখনও পর্যন্ত সেখানে ৩১ জন প্রাণ হারিয়েছেন।
• বুধবার শ্রীলঙ্কাতেও এক জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। পেশায় ট্যুর গাইড ওই ব্যক্তি সম্প্রতি ইটালি থেকে আসা পর্যটকদের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছে। উত্তর কলম্বোর একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ওই ব্যক্তিকে।