Coronavirus

কেরলে করোনামুক্ত, খুশি বিদেশিরা

লকডাউন শুরু হওয়ার আগে এঁদের মধ্যে কয়েক জনকে উড়ান ধরতে যাওয়ার সময়ে বিমানবন্দর থেকে কোয়রান্টিনে পাঠানো হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০৩:২৫
Share:

এর্নাকুলামে করোনার চিকিত্সা চলছে। ছবি: রয়টার্স।

করোনা আক্রান্তদের মৃত্যুর মিছিল দেখছে ইউরোপ। তবে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়া ৯ জন বিদেশি নাগরিকই সুস্থ হয়ে উঠলেন কেরলে। ব্রিটেন, ইতালি ও জার্মানির বাসিন্দা এই ৯ জনের মধ্যে প্রবীণ নাগরিকেরাও আছেন। তাঁদের মধ্যে আবার চার জনের অবস্থা ছিল সঙ্কটজনক।

Advertisement

লকডাউন শুরু হওয়ার আগে এঁদের মধ্যে কয়েক জনকে উড়ান ধরতে যাওয়ার সময়ে বিমানবন্দর থেকে কোয়রান্টিনে পাঠানো হয়েছিল। তিরুঅনন্তপুরম ও এর্নাকুলমের হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত বিদেশিদের সুস্থ করে তুলে দৃষ্টান্তমূলক কাজ করেছেন বলে মন্তব্য করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা টিচার। বিদেশে করোনামুক্ত হয়ে খুশি ওই ৯ জন স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আপাতত কোচির একটি হোটেলে ওই বিদেশিদের পর্যবেক্ষণে রাখা হবে। করোনা আক্রান্ত ‘অ্যাকটিভ’ রোগীর সংখ্যা কেরলে শনিবার দাঁড়িয়েছে ২৩৮-এ। কান্নুরে ৭১ বছরের এক ব্যক্তির মৃত্যু হওয়ায় রাজ্যে মৃতের সংখ্যা এখন তিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement