চিরকালই ক্যাডার-নির্ভর পার্টি। একাধিক গণসংগঠন। তার উপর দাঁড়িয়েই ৩৪ বছরের বঙ্গ-শাসন। কিন্তু পর পর ভোটে ভরাডুবির কারণে কি পুরনো গঠনতন্ত্রের উপর ভরসা হারাচ্ছে সিপিএম? কেন দলের বাইরে থেকে পেশাদার নিয়োগের পথে কমিউনিস্ট পার্টি? পিকে-র মতো ভোটকুশলী চায় সিপিএম?