Jadavpur University

তদন্ত কমিটির প্রধানকে ‘হেনস্থা’, দু’দল ছাত্রের সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর

তদন্তে বাধা দেওয়ায় ঘটনার বিরোধিতা করেছিল ছাত্র সংগঠন এসএফআই। তার জেরে অন্য এক ছাত্র সংগঠনের একদল পড়ুয়ার সঙ্গে সোমবার রাতে বচসায় জড়িয়ে পড়েন এসএফআইয়ের সদস্যেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২০:৩৪
Share:

সংগৃহীত চিত্র।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে অনিয়ম নিয়ে তদন্ত চলাকালীন একদল পড়ুয়ার বাধাদানের জেরে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তদন্তে বাধা দেওয়ায় ঘটনার বিরোধিতা করেছিল ছাত্র সংগঠন এসএফআই। তার জেরে অন্য এক ছাত্র সংগঠনের একদল পড়ুয়ার সঙ্গে সোমবার রাতে বচসায় জড়িয়ে পড়েন এসএফআইয়ের সদস্যেরা। তার রেশ ছিল মঙ্গলবারেও। ক্যম্পাসে দুই ছাত্র সংগঠনের চলল বচসা ও হাতাহাতি। তদন্তে বাধাদানের প্রেক্ষিতে কমিটির প্রধান প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় পদত্যাগ মঙ্গলবার পদত্যাগ করেছেন।

Advertisement

এসএফআইয়ের অভিযোগ, সুবর্ণজয়ন্তী চত্বরে ফ্যাসিবাদী সপ্তাহ পালন করা হচ্ছে। সোমবার অন্য ছাত্র সংগঠনের কিছু সদস্য ক্যম্পাসের দেওয়ালে এসএফআইয়ের পোস্টার সাঁটানো নিয়ে বিরোধিতা করে। শুরু হয় বচসা। নাম প্রকশে অনিচ্ছুক এক এসএফআই সদস্য বলেন, ‘‘রাতের দিকে আবারও কালেকটিভ সংগঠনের কিছু সদস্য পোস্টার ও মঞ্চ সজ্জা নষ্ট করার চেষ্টা করে। সে সময় এসএফআই-র সদস্যেরা বাধা দিলে তাঁদের হেনস্থা করা হয়’’। সোমবারের প্রতিবাদ, পাশাপাশি তদন্তে প্রাক্তন বিচারপতির কাজে বাধা দেওয়ায় আজ ক্যম্পাসে মিছিল করে এসএফআই। সেখানেও এসএফআই-কালেক্টিভ বচসা শুরু হয়। যা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তির অনিয়ম খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গড়া হয়েছিল। অভিযোগ, সোমবার তদন্ত কমিটি কাজ শুরু করলে প্রথমে ঘরের বাইরে জনা দশেক পড়ুয়া এসে হাজির হন। প্রাক্তন বিচারপতি ঘরের বাইরে বার হচ্ছিলেন তখন তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তার পরে তাঁকে হেনস্থারও অভিযোগ ওঠে। এ ছাড়াও, সংশ্লিষ্ট পড়ুয়ারা প্রাক্তন বিচারপতির সঙ্গে আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ।

Advertisement

পাশাপাশি আরও অভিযোগ, এই পরিস্থিতিতে বিভাগীয় দুই শিক্ষক উপস্থিত থাকা সত্ত্বেও প্রাক্তন বিচারপতিকে কোনও রকম সাহায্য করেননি। তাই তিনি আর এই কমিটির মধ্যে থাকতে চান না। তদন্ত কমিটি থেকে পদত্যাগের চিঠি পাঠিয়েছেন উপাচার্যকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement