প্রতীকী ছবি।
কোভিড টিকা নেওয়ার পরেও সংক্রমণের শিকার হচ্ছেন কেউ কেউ। তবে সামগ্রিক পরিসংখ্যান পর্যালোচনা করলে সেই হার ‘খুবই কম’। বুধবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব এ কথা জানিয়েছেন। গত দু’মাসে দেশজুড়ে একাধিক বার অভিযোগ উঠলেও এই প্রথম বার সরকারি ভাবে করোনা টিকার দেওয়ার পরে সংক্রমণের কথা মেনে নেওয়া হল।
বলরাম বুধবার বলেন, ‘‘আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখেছি, টিকা নেওয়ার পরে প্রতি ১০ হাজার জনের মধ্যে ২ থেকে ৪ জন করোনাভাইরাস সংক্রমণের শিকার হচ্ছেন। এই হার খুবই কম। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।’’ তিনি জানান, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের প্রথম টিকাটি দেওয়ার পরে ৯৩ লক্ষ ৫৬ হাজার ৪৩৬ জনের মধ্যে ৪,২০৮ জন করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। দ্বিতীয় টিকা নেওয়ার পরে ১৭ লক্ষ ৩৭ হাজার ১৭৮ জনের মধ্যে ৬৯৫ জনের ক্ষেত্রে কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। সামগ্রিক ভাবে কোভ্যাক্সিন নেওয়ার পরে সংক্রমণের হার ০.০৪ শতাংশ।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সহায়তায় সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ডের ক্ষেত্রে প্রথম টিকার সংক্রমণের হার ০.০২ শতাংশ এবং দ্বিতীয়টির পরে ০.০৩ শতাংশ বলে জানান বলিরাম। কে ন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ সংস্থা আইসিএমআর-এর অধিকর্তার দাবি, প্রথম টিকা দেওয়ার পর ১০ কোটি ৩ লক্ষ ২ হাজার ৭৫৪ জনের মধ্যে ১৭ হাজার ১৪৫ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় টিকা নেওয়া ১ কোটি ৫৭ লক্ষ ৩২ হাজার ৭৫৪ জনের মধ্যে সংক্রমণের শিকার ৫,০১৪।