Nabanna

স্থায়ী স্বাস্থ্য-অধিকর্তা পদে অবশেষে নিয়োগ

গত ১৬ সেপ্টেম্বর কালীঘাটে তাঁদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরে স্বাস্থ্যসচিব বাদে বাকিদের পদ থেকে অপসারিত করেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৯:০২
Share:

নবান্ন । —ফাইল চিত্র।

প্রায় আট মাস পরে রাজ্যের স্থায়ী স্বাস্থ্য-অধিকর্তা পদে নিয়োগ করা হল। আর জি কর-কাণ্ডের আবহে গত বছর কার্যনির্বাহী স্বাস্থ্য-অধিকর্তা হয়েছিলেন স্বপন সোরেন। সোমবার নির্দেশিকা জারি করে তাঁকেই ওই পদে স্থায়ী ভাবে নিযুক্ত করল স্বাস্থ্য দফতর।

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ চলার সময়ে কলকাতার নগরপাল, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার অপসারণ দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। গত ১৬ সেপ্টেম্বর কালীঘাটে তাঁদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরে স্বাস্থ্যসচিব বাদে বাকিদের পদ থেকে অপসারিত করেন মুখ্যমন্ত্রী। এর পরে মানিকতলা ব্লাড ব্যাঙ্কের অধিকর্তা স্বপনকে কার্যনির্বাহী স্বাস্থ্য-অধিকর্তা পদে বদলি করা হয়। গত মার্চ মাসে ওই পদে স্থায়ী নিয়োগের জন্য ইন্টারভিউ হয়। তাতে স্বপন-সহ ৮-৯ জন ইন্টারভিউ দিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকেই স্বপনকে স্থায়ী স্বাস্থ্য-অধিকর্তা হিসাবে বেছে নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রের খবর। তবে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা পদে স্থায়ী নিয়োগের জন্য ইন্টারভিউ হলেও তার ফলাফল এখনও ঘোষণা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন