ছবি: পিটিআই।
কোভিড রোগীকে নিয়ে আতঙ্কের জেরে চিকিৎসায় খামতি কিংবা কোভিড চিকিৎসায় বেলাগাম খরচের অভিযোগ এখন আকছার উঠে আসছে দেশ জুড়ে। সেই পটভূমিতে এ এক ব্যতিক্রমী ছবি। ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে ১২ দিনের চিকিৎসার অভিজ্ঞতা জানিয়েছেন কলকাতার রোগিণী। অসহনীয় শ্বাসকষ্ট, দুর্বলতা সত্ত্বেও সহৃদয় পরিচর্যা, প্রয়োজনীয় যাবতীয় সামগ্রীর জোগান মিলিয়ে পরম যত্নআত্তি। এবং সব থেকে বড় কথা, চিকিৎসার নিট খরচ শূন্য। একেবারে নিখরচার পরিষেবা।
ওড়িশা সরকার সূত্রের খবর, রাজ্যে যে কোনও বেসরকারি হাসপাতালেই এখন কিছু অংশে কোভিড চিকিৎসা-পরিষেবা চালু করা হয়েছে। চাইলে, দশ শতাংশ হাসপাতাল শয্যা দরকারি পরিকাঠামো-সহ কোভিড চিকিৎসায় কাজে লাগানো যাবে। ওড়িশা সরকারের এক কর্তা জানান, এ ছাড়া কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রাজ্য সরকার। সেখানে কোভিড রোগীদের চিকিৎসার ব্যয়ভার রাজ্য সরকারই গ্রহণ করবে। ঠিক হযেছে, সাধারণ শয্যা, আইসিইউ এবং কৃত্রিম শ্বাসযন্ত্রের চিকিৎসার জন্য হাসপাতালগুলিকে আলাদা খরচ দেবে রাজ্য। ভুবনেশ্বরের কিমস হাসপাতাল যেখানে চিকিৎসার কথা বলেছেন কলকাতার রোগিণী, সেটি এই গোত্রের হাসপাতাল। তাই ১২ দিনের চিকিৎসায় তাঁর ছিটেফোঁটা খরচ হয়নি।