COVID-19

করোনার লক্ষণ থাকায় সাহায্য করেনি কেউ, বৃদ্ধ দম্পতির কাছে খাবার পৌঁছে দিল গুরুদ্বার

দিল্লির রোহিণীতে বসবাসকারী অভুক্ত থাকা এক বৃদ্ধ দম্পতির খোঁজ পেয়ে খাবার পৌঁছে দিল রোহিণীরই এক গুরুদ্বার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৪:২১
Share:

প্রতীকী ছবি।

অভুক্ত কোভিড রোগীদের পাশে দাঁড়িয়ে মানবতার নজির গড়ে তুলল দিল্লির এক গুরুদ্বার। দিল্লির রোহিণীতে বসবাসকারী অভুক্ত থাকা এক বৃদ্ধ দম্পতির খোঁজ পেয়ে খাবার পৌঁছে দিল রোহিণীরই এক গুরুদ্বার।

Advertisement

ওই বৃদ্ধ দম্পতির করোনা সংক্রমণের সমস্ত লক্ষণ রয়েছে। তাই বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তাঁরা। তাঁদের শারীরিক পরিস্থিতি এমনই যে নিজেরা খাবার পর্যন্ত তৈরি করতে পারছেন না। সংক্রমণের সমস্ত লক্ষণ থাকায় প্রতিবেশীরাও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। এটা জানতে পারে সাহায্য চেয়ে গুরুদ্বারের সঙ্গে যোগাযোগ করেন এক ব্যক্তি।

এর পরই তাঁদের সাহায্যে এগিয়ে এল রোহিণীর ওই গুরুদ্বার। ফোনেই তাঁদের ঠিকানা জেনে নেয় এবং খাবার পৌঁছে দেয় ওই বৃদ্ধ দম্পতির কাছে। গুরুদ্বারের এমন মানবিকতায় মুগ্ধ বৃদ্ধ দম্পতি, মুগ্ধ সাহায্য চাওয়া ওই ব্যক্তিও। তিনি প্রশংসা করে টুইটারে পোস্টও দিয়েছেন। পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement