মুম্বইয়ে কোভিড রোগীর পরিচার্যায় চিকিৎসক। ছবি—পিটিআই।
মহারাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৩৬ জন। প্রায় ৪০ দিন পর সে রাজ্যের দৈনিক সংক্রমণ এতটা কম হল। পাশাপাশি মুম্বইয়েও কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের বাণিজ্যনগরীতে আক্রান্তের সংখ্যা দু’হাজারে নীচে নেমেছে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বেসামাল অবস্থা তৈরি হয়েছিল মহারাষ্ট্রে। দৈনিক সংক্রমণ বেশ কয়েক সপ্তাহ ধরে ৬০ হাজার পার করছিল সে রাজ্যে। সোমবার তা নেমে এসেছে ৪০ হাজারের নীচে। ১ এপ্রিলের পর প্রথমবার। ১ এপ্রিল সে রাজ্যে আক্রান্ত হয়েছিলেন ৩৯ হাজার ৫৪৪ জন। দৈনিক আক্রান্ত কমলেও দেশের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা এখনও সর্বোচ্চ মহারাষ্ট্রেই (৫.৯৩ লক্ষ)।
বৃহন্মুম্বই পুর নিগম সোমবার জানিয়েছে, মুম্বইয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৭৪ জনের। মুম্বইয়ে সক্রিয় রোগী রয়েছেন সাড়ে ৪৫ হাজারের বেশি। প্রসঙ্গত, করোনার সংক্রমণ শৃঙ্খল ভাঙতে ইতিমধ্যেই মহারাষ্ট্রে জারি হয়েছে লকডাউনের মতো বিধিনিষেধ। আগামী ১৫ মে পর্যন্ত চলবে সেই বিধিনিষেধ।