প্রতীকী ছবি।
দেশে গত ২৪ ঘণ্টায় দু’হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দৈনিক সংক্রমণ হঠাৎ অনেকখানি বেড়ে যাওয়ার পর বুধবার এই সংখ্যা কিছুটা কমেছিল। বৃহস্পতিবারের কেন্দ্রীয় পরিসংখ্যানে দেখা যাচ্ছে আরও কিছুটা কমেছে দেশের দৈনিক সংক্রমণ।
দেশে এই মুহূর্তের করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও কমেছে। ভারতে এখন ১৯ হাজার ০৬৭ জন করোনা রোগী রয়েছেন। করোনা সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ০.৬০ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে ভারতে। এর মধ্যে কেরলের অনথিভুক্ত মৃত্যু সংখ্যা ১৭ জনের।