Covid

Covid: দেশে আরও কমল কোভিডের দৈনিক সংক্রমণ

দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত ৯২২। তার পরই রয়েছে মহারাষ্ট্র (২২৯), মিজোরাম (২২৮), দিল্লি (১৪৮), কর্নাটক (১৪০)।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ১০:২৫
Share:

ফাইল চিত্র।

দেশে করোনার দৈনিক সংক্রমণ আরও কমল। তবে বৃহস্পতিবারের তুলনায় সামান্যই কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫২৮। বৃহস্পতিবার যা ছিল ২ হাজার ৫৩৯।

দৈনিক সংক্রমণের হার ১ শতাংশের নীচেই রয়েছে। টানা ১৭ দিন ধরে এই হার বজায় রয়েছে। মার্চের শুরু থেকেই সংক্রমণের হার ১ শতাংশের নীচে নেমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৯৭ জন। সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।

Advertisement

তবে মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। সক্রিয় রোগীর সংখ্যা এই প্রথম তিরিশ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ২৯ হাজার ১৮১।

দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত ৯২২। তার পরই রয়েছে মহারাষ্ট্র (২২৯), মিজোরাম (২২৮), দিল্লি (১৪৮), কর্নাটক (১৪০)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement