গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন। যা শনিবারের তুলনায় ১০.১৮ শতাংশ কম। তবে মৃত্যুর সংখ্যায় ওঠানামার খেলা চলছেই। শনিবার এক ধাক্কায় চারশোর নীচে নেমে গিয়েছিল সেই সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় তা আবার বেড়ে ৪০৩ হয়েছে।
কেরল নিয়ে এখনও চিন্তা রয়েই গিয়েছে কেন্দ্রের। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমণের ৫০ শতাংশেরও বেশি হয়েছে এই রাজ্য থেকে। ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। তার পরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৭৫।
দেশে সংক্রমণের হারেও উন্নতি দেখা গিয়েছে। গত ২৭ দিন ধরে সংক্রমণের হার রয়েছে ২ শতাংশের নীচে। রবিবার তা আরও কমে হয়েছে ১.৯৫ শতাংশ।
৫৮ কোটি মানুষ ইতিমধ্যেই টিকা পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫২ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে দেশ জুড়ে।