COVID19

Coronavirus In India: দেশে এক ধাক্কায় অনেকটাই নামল দৈনিক সংক্রমণ

  • গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৯ হাজার ৯৬৮।
  • শনিবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ২৭০।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩০
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

এক ধাক্কায় অনেকটাই নামল দেশে কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবারের তুলনায় প্রায় তিন হাজার কম দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৯ হাজার ৯৬৮। শনিবার যা ছিল ২২ হাজার ২৭০।

পজিটিভিটি রেট বা সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১.৬৮ শতাংশ। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। সাড়ে ছ’হাজারেরও বেশি নতুন আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। তার পরই রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু এবং রাজস্থান। তবে সব রাজ্যগুলিতেই সংক্রমণের গ্রাফ অনেকটাই নেমেছে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৭৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ১১ হাজার ৯০৩। বেড়েছে দৈনিক সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement