ছবি: পিটিআই।
মাঝে কমলেও, রাজধানীতে ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দিল্লিতে আগামী মাসের গোড়া থেকে মেট্রো পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে। তার আগে সংক্রমণের রেখা হঠাৎ উর্ধ্বমুখী হওয়ায় উদ্বিগ্ন অরবিন্দ কেজরীবাল প্রশাসন। এই পরিস্থিতিতে গোটা দিল্লি জুড়ে করোনা পরীক্ষা বাড়ানোর উপরে জোর দিয়েছেন তিনি।
দিল্লিতে কয়েক দিনে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১২০০-১৪০০-এর ঘরে ঘোরাফেরা করলেও গত ২৪ ঘণ্টায় তা ১৫৪৪-এ পৌঁছয়। কেজরীবালের দীর্ঘ দিনের দাবি মেনে আগামী ১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে মেট্রো পরিষেবা শুরু করার কথা ভাবছে নরেন্দ্র মোদী সরকার। করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকলে মেট্রো চালু করার বিষয়টি যে ভেস্তে যাবে, তা বুঝতে পেরে সংক্রমণ নিয়ন্ত্রণে তৎপর হয়েছেন কেজরীবাল। আজ সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‘সংক্রমিতদের যাতে দ্রুত চিহ্নিত করা যায়, তার জন্য পরীক্ষার সংখ্যা দ্বিগুণ করা হবে। কারণ, সংক্রমিতদের চিহ্নিত করতে পারলে নতুন সংক্রমণ ঠেকানো সম্ভব হবে।’’ কনটেনমেন্ট জ়োনে আরও বেশি পরীক্ষা করার উপরে জোর দিয়েছেন তিনি।
আগামী এক সপ্তাহে প্রতি দিন ৪০ হাজার করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেজরীবাল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বহু ব্যক্তির শরীরে সংক্রমণের উপসর্গ থাকলেও, তাঁরা ইচ্ছে করে পরীক্ষা এড়িয়ে যাচ্ছেন। এতে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে।