প্রতীকী ছবি।
গত মার্চে মহার্ঘ ভাতা (ডিএ) ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। বর্ধিত ভাতা দেওয়ার কথা ছিল গত জানুয়ারি থেকে। কিন্তু করোনা-অতিমারির ফলে তৈরি সঙ্কটের জেরে সেই সিদ্ধান্ত স্থগিত রাখার কথা জানানো হল বৃহস্পতিবার। শুধু তা-ই নয়, আগামী ১ জুলাই ও তার পরে আগামী বছরের ১ জানুয়ারিতেও ডিএ বাড়বে না। ডিএ মিলবে ১৭ শতাংশ হারেই। ফের ডিএ বাড়ানো হবে ১ জুলাই ২০২১ থেকে।
বুধবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্তের পরে আজ অর্থ মন্ত্রক জানিয়েছে, যখন ফের ডিএ বাড়বে, তখন চলতি বছরের ১ জানুয়ারি, ১ জুলাই ও আগামী বছরের ১ জানুয়ারিতে যতটা ডিএ বাড়ার কথা ছিল, তা যোগ করেই নতুন ডিএ ঠিক করা হবে। তবে কোনও বকেয়া মিলবে না।
দেড় বছরের জন্য ডিএ স্থগিত রাখায় চলতি অর্থ বছরে কেন্দ্রের প্রায় ৩৭,৩৫০ কোটি টাকা সাশ্রয় হবে। রাজ্যগুলিও ডিএ না-বাড়ালে তাদের মোট ৮২,৫৬৬ কোটি টাকা সাশ্রয় হতে পারে। সে ক্ষেত্রে মোট ১.২০ লক্ষ কোটি টাকা করোনা-মোকাবিলায় বা স্বাস্থ্য খাতে খরচ করা সম্ভব।
আরও পড়ুন: চিনা কিটে বন্ধই অ্যান্টিবডি পরীক্ষা
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)