৩ হাজার টনের বিদেশি সাহায্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছবি: সংগৃহীত।
করোনা রোগীদের জন্য অক্সিজেন, টিকা চিকিৎসায় সরঞ্জামের হাহাকার পড়ে গিয়েছে। অথচ সরবরাহ ব্যবস্থাপনা কেন্দ্রের খামতিতে পড়ে রয়েছে ৩ হাজার টনের বিদেশি সাহায্য। এমনটাই অভিযোগ রাজস্থান, পঞ্জাব বা ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলির। গোটা বিষয় নিয়েই শুরু হয়েছে বিতর্ক। যদিও সমালোচনার মুখে পড়ে কেন্দ্রের দাবি, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে করোনা-সাহায্যে বিলম্ব হচ্ছে না। বিদেশ সাহায্য দেশে আসামাত্রই মঙ্গলবার থেকে সেগুলি বণ্টনের ব্যবস্থা করা শুরু হয়েছে।
কেন্দ্রের দাবি উড়িয়ে ঝাড়খণ্ডের স্বাস্থ্যসচিব অরুণ সিংহ বলেন, ‘‘কেন্দ্র ১.২৫ কোটি রেমিডিসিভিরের ভায়াল পেয়েছে। তবে আমাদের মাত্র ২,১৮১ ভায়াল দেওয়া হয়েছে। অন্য সাহায্য পাইনি।’’ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দাবি, ‘‘কেন্দ্রের থেকে এ রাজ্যে চিকিৎসা সরঞ্জাম-সহ অন্য সাহায্য পাঠানোর কোনও খবর জানা নেই।’’