ছবি: রয়টার্স।
দিল্লির ময়ূরবিহারে সিআরপিএফের ৩১ নম্বর ব্যাটেলিয়নে করোনা আক্রান্ত সিআরপিএফ জওয়ানের সংখ্যা বেড়ে হল ১২২। আরও ১০০ জনেরও বেশি জওয়ানের নমুনা পরীক্ষার রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে।
শনিবার সিআরপিএফের এক কর্তা বলেন, ‘‘এখনও পর্যন্ত মোট ১২২ জন জওয়ানের করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে। উদ্বেগের বিষয় হল তাঁদের অনেকের মধ্যেই করোনার কোনও উপসর্গ ছিল না।’’
সম্প্রতি ৩১ নম্বর ব্যাটেলিয়নের ৪৭ জন জওয়ানের শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাঁদের মধ্যে মারা যান এক জওয়ান। তার পরেই কোয়রান্টিন করা হয় প্রায় হাজার জনকে। বেশ কয়েক দিন ধরেই ‘সিল’ রয়েছে গোটা ময়ূরবিহার এলাকা। তার পরেও ৩১ নম্বর ব্যাটেলিয়নের এত জন জওয়ান করোনা-আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিআরপিএফের ডিজি এপি মাহেশ্বরীর কাছে ব্যাখ্যা তলব করেছে।
এ দিনই দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন সাত বিএসএফ জওয়ানও। তাঁদের নয়ডার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি ত্রিপুরাকে করোনা-মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেই ত্রিপুরাতেও নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বিএসএফের দুই জওয়ান। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়রান্টিনে যেতে বলা হয়েছে। ফলে অভিযোগ উঠেছে, খুব তাড়াহুড়ো করেই ত্রিপুরাকে করোনা-মুক্ত রাজ্য ঘোষণা করেছিলেন বিপ্লব।
আরও পড়ুন: ধন্দ রেখে লকডাউনের নির্দেশিকায় সংশোধন কেন্দ্রের
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)