প্রতীকী ছবি।
ওমিক্রন আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে দিল্লি। এখনও পর্যন্ত দেশের রাজধানীতে করোনাভাইরাসের নতুন রূপে সংক্রমিত হয়েছেন ২৩৯ জন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সংক্রমিত ১৬৭ জন। সব মিলিয়ে দেশে ৭৮১ জন ওমিক্রন আক্রান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
সামগ্রিক ভাবে গোটা দেশের পাশাপাশি দিল্লিতেও উদ্বেগজনক হারে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৪৯৪। সংক্রমণের হার (পজিটিভিটি রেট) ০.৮৯ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনের শরীরে জিন বিন্যাস পরীক্ষায় ওমিক্রনের খোঁজ মিলেছে।
সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। নয়া সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, অফিস কাছারি ৫০ শতাংশ হাজিরা নিয়ে চলবে। প্রেক্ষাগৃহ, জিম সম্পূর্ণ বন্ধ। মলের বিভিন্ন দোকান ও সাধারণ দোকান খোলা যাবে জোড়-বিজোড় হিসেবে। রাত ১০টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফুও জারি হয়েছে। ইতিমধ্যেই দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সে রাজ্যের সরকার।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের হার প্রায় ৪৪ শতাংশ বেড়েছে। মঙ্গলবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। ২০ দিন পর দেশের দৈনিক কোভিড সংক্রমণ ফের ৯ হাজার ছাড়াল।