arvind kejriwal

দৈনিক সংক্রমণে ফের রেকর্ড দিল্লির, সিবিএসই পরীক্ষা বাতিলের আবেদন কেজরীবালের

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সাড়ে ১৩ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে। তার পরই নড়েচড়ে বসে প্রশাসন। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৬:০৭
Share:

অরবিন্দ কেজরীবাল।

দৈনিক আক্রান্তের সংখ্যায় সব রেকর্ড ভেঙে দিল দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সাড়ে ১৩ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে। করোনাভাইরাসের বাড়তে থাকা প্রবণতার কথা মাথায় রেখে তাই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সিবিএসই বোর্ড পরীক্ষা বাতিল করার আবেদন জানালেন কেন্দ্রীয় সরকারের কাছে। পাশাপাশি দরকার ছাড়া কোনও মানুষকে বাড়ির বাইরে না বেরনোরও অনুরোধ জানিয়েছেন তিনি।

Advertisement

এক ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী অরবিন্দ বলেছেন, “এই সময় বোর্ডের পরীক্ষা হলে আরও বড় আকারে সংক্রমণ ছড়িয়ে পড়বে। তাই বিকল্প কোনও পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ণ করা যেতে পারে। অনলাইন পরীক্ষা বা স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়ণের মাধ্যমে তাঁদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা যেতে পারে। সেই বিষয়টি ভাবা হোক।”
আগামী মে মাসে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। তখন প্রতিটি পরীক্ষা দিতে স্বাস্থ্যবিধি সংক্রান্ত যাবতীয় নিয়ম মেনে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের যাওয়ার কথাও ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। বাড়তে থাকা করোনা-আবহের কথা মাথায় রেখে সেই সিদ্ধান্তের কোনও বদল হয় কি না, তারই অপেক্ষায় পরীক্ষার্থীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement