ছবি: পিটিআই।
প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ময়দানে গাঁধী মূর্তির পাদদেশ থেকে নিজের ধর্না তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর পৌঁনে ১২টা নাগাদ ধর্নায় বসেন তিনি। তার পর দুপুর ৩টে নাগাদ সেখান থেকে উঠে যান মমতা।
সোমবার একটি নির্দেশিকা জারি করে মমতার ভোটপ্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। মমতার বিরুদ্ধে ভোটপ্রচারে ‘প্ররোচনামূলক’ মন্তব্যের অভিযোগ এনেছে তারা। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ভোটপ্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না মমতা। সোমবারই কমিশনের এই সিদ্ধান্তকে ‘অগতান্ত্রিক’ এবং ‘অসাংবিধানিক’ বলে উষ্মা প্রকাশ করে মমতা জানান, প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টা থেকে গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসবেন।
মঙ্গলবার তাঁর ঘোষণা মতোই হুইল চেয়ারে করে গাঁধী মূর্তির পাদদেশে এসে পৌঁছন মমতা। নির্দিষ্ট সময়ের আগেই সেখানে ধর্না শুরু করেন তিনি। কালো মাস্ক এবং ওই রঙের স্কার্ফ পরা মমতাকে ধর্না চলাকালীন ছবিও আঁকতে দেখা যায়। তবে দুপুর গড়াতেই সেই ধর্না তুলে নেন মমতা।