Oldest Living Test Cricketer

বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার প্রয়াত, বয়স হয়েছিল ৯৮ বছর

প্রয়াত বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর জামাই নিল টমসন মৃত্যুর খবর ঘোষণা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৬
Share:
cricket

রন ড্রেপার। — ফাইল চিত্র।

প্রয়াত বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর ৬৫ দিন। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেবেরহায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর জামাই নিল টমসন মৃত্যুর খবর ঘোষণা করেছেন।

Advertisement

ক্রিকেটজীবনে টপ অর্ডার ব্যাটার এবং আংশিক সময়ের উইকেটকিপার ছিলেন রন। ১৯৫০ সালে অস্ট্রেলিয়ার হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেছিলেন। তার পরে আর সুযোগ পাননি। সেই সিরিজ়‌ে অস্ট্রেলিয়া দলে থাকা নীল হার্ভেই এখন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার হলেন। তাঁর বয়স ৯৬ বছর।

এর আগে প্রবীণতম টেস্ট ক্রিকেটারদের দু’জনই ছিলেন দক্ষিণ আফ্রিকার। ২০১৬ সালে ১০৩ বছর বয়সে মারা যান নর্মান গর্ডন। ২০২১ সালে ৯৮ বছর বয়সে মারা যান জন ওয়াটকিন্স। রনও ওয়াটকিন্সের মতো শতায়ু হতে পারলেন না।

Advertisement

১৯২৬-এর ২৪ ডিসেম্বর জন্ম রনের। ১৯তম জন্মদিনে ইস্টার্ন প্রভিন্সের হয়ে অরেঞ্জ ফ্রি স্টেটের বিরুদ্ধে শতরান করেছিলেন। ১৯৪৯-৫০ মরসুমে সফরকারী অস্ট্রেলিয়ান্স দলের বিরুদ্ধে ৮৬ রান করার পর সিনিয়র দলে সুযোগ পান। তবে তিনটি ইনিংসে মাত্র ২৫ রান করেছিলেন। অন্য দিকে, হার্ভে দু’টি ম্যাচেই শতরান করেছিলেন।

জাতীয় দলে ডাক না পেলেও রন ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন ১৯৫৯-৬০ মরসুম পর্যন্ত। ৪১.৬৪ গড় নিয়ে অবসর নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement