Coronavirus

Coronavirus in India: সামান্য কমল দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু লাড়ে পাঁচশোর উপরেই

শুধু কেরলেই মারা গিয়েছেন ৪৬৪ জন। মৃত্যুর সংখ্যায় তার পরেই রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্নাটক, মিজোরাম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১০:৩১
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ

করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য কমল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে শনিবার সকাল ৮টা পর্যন্ত দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ১৬ হাজার ৩২৬। রবিবার কেন্দ্র জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৬১ জন মারা গিয়েছেন দেশে।

তবে দেশের দৈনিক মৃত্যুর ৮২ শতাংশই কেরলে। গত ২৪ ঘণ্টায় কেরলে ৪৬৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু-তথ্য পরিমার্জনের ফলেই দক্ষিণের ওই রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা এত বেশি বলেই মনে করা হচ্ছে। মৃত্যু সংখ্যায় এর পরেই রয়েছে মহারাষ্ট্র। রবিবার সকাল ৮টা পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে এই রাজ্যে। তামিলনাড়ুতে মারা গিয়েছেন ১৭ জন। পশ্চিমবঙ্গে ১২। কর্নাটক এবং মিজোরামে দৈনিক মৃত্যুর সংখ্যা ৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৭৭ লক্ষ ৪০ হাজার ৬৭৬ জনকে টিকা দেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত দেশে মোট টিকাকরণের সংখ্যা ১০২ কোটি ১০ লক্ষ ৪৩ হাজার ২৫৮। গত এক দিনে ১৩ লক্ষ ৪০ হাজার ১৫৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষায় সংক্রমণের হার ছিল ১.১৯ শতাংশ।

দেশে সক্রিয় রোগী সংখ্যা এখন এক লক্ষ ৭২ হাজার ৫৯৪ জন। শনিবারের তুলনায় এক হাজার ১৩৪ জন রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৪৭৯ জন করোনা আক্রান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement