Corona in India: In Mumbai an effigy Holika portrait as coronavirus burned dgtl

আতঙ্ক মুছে ফেলতে হোলিকা দহনে পোড়ানো হল ‘করোনাসুর’

অসুরের দিকে একটি কার্ডবোর্ডের তৈরি সিরিঞ্জ এগিয়ে চলেছে। সিরিঞ্জের মুখে জ্বলছে আগুন। সিরিঞ্জ গিয়ে গেঁথে যায় অসুরের গায়ে। পুড়তে শুরু করে করোনাসুর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ১৭:১৩
Share:

মুম্বইয়ে করোনাসুর দহন। ছবি: টুইটার থেকে নেওয়া।

প্রতিদিন নতুন করে করোনার আতঙ্ক ছড়াচ্ছে ভারতেও। তাই করোনভাইরাসের আতঙ্ক দূর করতে এবার মুম্বইয়ের ওরলিতে পোড়ানো হল ‘করোনাসুর’-কে। মুম্বইয়ের ওরলিতে এই ‘করোনা’ হোলিকা দহন হয়। তার একটি ভিডিয়ো এক সংবাদ সংস্থার টুইটার হ্যান্ডলে পোস্ট হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, খড় ও অন্যান্য দাহ্য পদার্থ দিয়ে একটি বিশাল রাক্ষসের মূর্তি করা হয়েছে। তার বড় বড় চোখ, দাঁত ও লাল টকটকে জিভ আঁকা হয়েছে। বুকে লেখা ‘কোভিড-১৯’। পায়ের দিকে লেখা ‘করোনাসুর’।

সেই অসুরের দিকে এবার একটি কার্ডবোর্ডের তৈরি সিরিঞ্জ এগিয়ে চলেছে। সিরিঞ্জের মুখে জ্বলছে আগুন। সিরিঞ্জ গিয়ে গেঁথে যায় অসুরের গায়ে। পুড়তে শুরু করে করোনাসুর।

Advertisement

আরও পড়ুন: নিজের প্রশংসা শুনে কেঁদে ফেললেন নরেন্দ্র মোদী

আরও পড়ুন: নারী দিবসে সেরা মায়ের পুরস্কার পেলেন এক পুরুষ

ভিডিয়োটি দক্ষিণ মুম্বইয়ের ওরলির। প্রথা মেনে হোলির আগের সন্ধ্যায় সোমবার এই হোলিকা দহনের আয়োজন করা হয়। করোনার আতঙ্কের ছায়ায় এবার হোলিকা রাক্ষসকে করোনা রূপে দেখানো হয়েছে। স্থানীয় কয়েকশো মানুষ জড়ো হয়েছিলেন এই করোনাসুর দহন দেখতে। তাঁদের মন থেকে করোনা আতঙ্ক দূর হয়েছে কিনা, জানা নেই তবে তাঁরা এই রাক্ষসের দহনে উল্লাস প্রকাশ করতে থাকেন।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement