ICSE

করোনা আতঙ্কে ৩১ মার্চ পর্যন্ত স্থগিত আইসিএসই ও আইএসসির সব পরীক্ষা

পরীক্ষা পিছিয়েছে সিবিএসই-ও। পরিস্থিতির উন্নতি ঘটলে স্থগিত হওয়া পরীক্ষাগুলির জন্য নির্ধারিত তারিখ জানানো হবে বলে জানিয়েছে বোর্ডগুলি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ১১:৪০
Share:

প্রতীকী চিত্র।

দেশ জুড়ে করোনা আতঙ্কের মধ্যেই ৩১ মার্চ পর্যন্ত দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল সিবিএসই। এ বার সেই পথে হেঁটে স্থগিত করা হল আইসিএসই ও আইএসসি-ও। বুধবার অর্থাৎ ১৯ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত পরীক্ষাই আপাতত স্থগিত করা হয়েছে।

Advertisement

বোর্ডগুলির সূত্রে খবর, পরিস্থিতির উন্নতি ঘটলে স্থগিত রাখা পরীক্ষাগুলির জন্য নির্ধারিত তারিখ জানানো হবে। করোনাভাইরাস নিয়ে দেশ জুড়েই আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬০ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুও হয়েছে তিন জনের। যত দিন গড়াচ্ছে ততই জন সমাগমের মধ্যে রোগ ছড়ানোর ঝুঁকিও বাড়ছে। এই পরিস্থিতিতেই সিবিএসই-এর মতো ওই দুটি বোর্ডও তাদের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার সময় দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছিল সিবিএসই। সেই নির্দেশিকা অবশ্য কার্যকর হয়েছিল উত্তর-পূর্ব দিল্লির ওই হিংসা বিধ্বস্ত এলাকার জন্যই।

Advertisement

আরও পড়ুন: ভারতে আক্রান্ত ১৬৯, ইটালিতে ২৪ ঘণ্টায় মৃত ৪৭৫: করোনা আপডেট এক নজরে​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement