ছবি-ইনস্টাগ্রামের সৌজন্যে।
বাইক চালিয়ে অপরাধী চললেন শ্রীঘরে। পাশের বাইকে দু’জন পুলিশ। তাঁদের একজন সেই বাইক আরোহী অপরাধীর হাত ধরে আছেন। এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল।
পুলিশের গাড়ি নেই। সঙ্গে অপরাধীকে পরানোর হাতকড়াও নেই। বাইকে চড়া দুই পুলিশকর্মী বা অপরাধী, কারও মাথাতেই নেই হেলমেট! পিছনে কোনও গাড়ি থেকে তোলা সেই পুলিশি কাণ্ডের ভিডিয়ো তুলেছেন কেউ। তা ইনস্টাগ্রামে শেয়ার করার পর তুমুল হাসি-ঠাট্টা-মশকরা শুরু হয়ে গিয়েছে নেটগরিকদের। ভিডিয়োটি এক দিনে ৪ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন ইন্টারনেটে।
উত্তরপ্রদেশের পুলিশের কাণ্ড! ভিডিয়োটি যিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, তিনি সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশনও। ‘উত্তরপ্রদেশ পুলিশের সাহায্যের হাত’।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, অপরাধী বাইক চালাচ্ছেন। তার পাশেই আর একটি বাইকে দুই পুলিশকর্মী। পিছনে বসা পুলিশকর্মী শক্ত করে ধরে রয়েছেন বাইকআরোহী অপরাধীকে।
নেটাগরিকদের মন্তব্য, গাড়ি নেই, হাতকড়াও নেই উত্তরপ্রদেশ পুলিশের। বাইকে চড়ার সময় যে মাথায় হেলমেট পরে থাকার বাধ্যতামূলক নিয়ম রয়েছে, তা ভাঙছেন পুলিশকর্মীরাই।