Atishi-Ramesh

অতিশীকে ফের নিশানা বিধুড়ীর

বিধুড়ীর মনোনয়ন দেওয়ার ফলে ওই কেন্দ্রে মূলত দুই মহিলা প্রার্থী আম আদমি পার্টির অতিশী ও কংগ্রেসের অলকা লাম্বার বিরুদ্ধে লড়তে হবে বিজেপি প্রার্থী বিধুড়িকে। যদিও দিন কয়েক আগে অতিশীর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিধুড়ী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০৬:১৬
Share:

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী এবং বিজেপি প্রার্থী রমেশ বিধুড়ী। —ফাইল চিত্র।

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে কুকথা বলায় ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রমেশ বিধুড়ীর আসন পাল্টে ফেলার জল্পনা ছিল রাজধানীর বাতাসে। কিন্তু আজ পূর্ব ঘোষিত কালকাজি কেন্দ্র থেকেই মনোনয়ন জমা দেন বিধুড়ী। আজ মনোনয়ন জমা দিয়েই অতিশীকে ‘ত্রস্ত হরিণীর’ সঙ্গে তুলনা করে নতুন বিতর্ক বাধালেন বিধুড়ী।

Advertisement

আজ বিধুড়ীর মনোনয়ন দেওয়ার ফলে ওই কেন্দ্রে মূলত দুই মহিলা প্রার্থী আম আদমি পার্টির অতিশী ও কংগ্রেসের অলকা লাম্বার বিরুদ্ধে লড়তে হবে বিজেপি প্রার্থী বিধুড়িকে। যদিও দিন কয়েক আগে অতিশীর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিধুড়ী। বিভিন্ন মহল থেকে বিজেপির উপরে বিধুড়ীকে সরিয়ে দেওয়ার চাপ সৃষ্টি হয়। পরিবর্ত নাম হিসাবে মীনাক্ষী লেখির হয়ে সওয়াল করেন অনেকে। বিষয়টি নিয়ে বিজেপির অন্দরে একাধিক বার বৈঠক হয়। বিধুড়ীর পক্ষে সওয়াল করে বলা হয়, ভোটের ঠিক আগে বিধুড়ীকে সরিয়ে দিলে রক্তের স্বাদ পাবেন বিরোধীরা। অন্য দিকে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই শেষ পর্যন্ত বিধুড়ীকেই ওই কেন্দ্রে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মনোনয়নের দিনেই ফের নতুন করে বিতর্ক বাধিয়েছেন বিধুড়ী। অতিশীর উদ্দেশে করে তিনি বলেন, ‘‘দিল্লির গলিগুলির হাল নরকের মতো।... কখনও অতিশী অতীতে মানুষের সঙ্গে দেখা করতে রাস্তায় নামেননি। কিন্তু এখন ভোট আসতেই যে ভাবে হরিণ জঙ্গলে লাফিয়ে বেড়ায় ঠিক সে ভাবে দিল্লির রাস্তায় হরিণের মতো লাফিয়ে বেড়াচ্ছেন অতিশী।’’

এ নিয়ে আপ নেতা সন্দীপ পাঠকের প্রতিক্রিয়া, ‘‘বিধুড়ীর মতো নেতার কাছ থেকে এর থেকে বেশি কী প্রত্যাশা করা যায়।’’ কালকাজির পার্শ্ববর্তী কেন্দ্র গ্রেটার কৈলাসে সৌরভ ভরদ্বাজকেই ফের টিকিট দিয়েছে আপ। হেভিওয়েট ওই মন্ত্রী-নেতাকে হারাতে গ্রেটার কৈলাস কেন্দ্র থেকে স্মৃতি ইরানিকে টিকিট দেওয়ার জল্পনা চলছে বিজেপির অন্দরমহলে। এখন পর্যন্ত দিল্লির সত্তরটি আসনের জন্য তিনটি তালিকায় মোট ৫৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এখনও বাকি রয়েছে এগারোটি নাম। সূত্রের মতে, তার মধ্যে গ্রেটার কৈলাস থেকে স্মৃতির নাম নিয়ে আলোচনা চলছে। বিজেপি সূত্রের মতে, চিত্তরঞ্জন পার্কের একটি বড় অংশ গ্রেটার কৈলাস কেন্দ্রের অন্তর্গত। স্মৃতির মা বাঙালি হওয়ায় সেই বাঙালি ভোট টানতে স্মৃতিকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে দলের অভ্যন্তরে।

Advertisement

এ দিকে আজ অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভোটারদের জুতো উপহার দিয়ে প্রভাবিত করার অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযোগ দায়ের করেছে দিল্লি নির্বাচন কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement