প্রতীকী ছবি।
জিশুর মূর্তি গড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে কর্নাটকে। রাজ্যের কনকপুরার কাপালিবেত্তায় ১১৪ ফুট উচ্চতার জিশু খ্রিস্টের মূর্তি গড়ার পরিকল্পনা করেছেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার প্রতিবাদে নামল বিজেপি-আরএসএস। তাঁদের অভিযোগ, তুষ্টিকরণের রাজনীতি করতেই এই ধরনের কাজ করছেন কংগ্রেস নেতা।
মূর্তি গড়ে তোলা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেইরোর জিশুর মূর্তির ধাঁচে। মূর্তির পাদদেশে থাকবে ১৩ ফুট উচ্চতার সিঁড়ি। ইতিমধ্যেই সে কাজ শুরু হয়ে গিয়েছে। এই মূর্তি গড়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সে প্রসঙ্গে শিবকুমার বলেন, “হারোবেলের লোকেরাই এই মূর্তি গড়ার আহ্বান জানিয়েছেন আমাকে। আমি তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। এবং সেটা পালন করেছি। কোনও রাজনৈতিক স্বার্থে এ কাজ করিনি।”
শিবকুমারের বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ে কনকপুরা। এখানেই জিশুর মূর্তিটি গড়ে তোলার কাজ চলছে। খ্রিস্টান অধ্যুষিত কনকপুরার হারোবেল গ্রামে ৪০০ বছর ধরে বাস করছেন তাঁরা। যীশু খ্রিস্টের জন্মদিনে ট্রাস্টের হাতে সেই জমির সমস্ত নথিপত্র তুলে দেন শিবকুমার। তার পর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। শিবকুমারের সিদ্ধান্তের বিরোধিতা করে এ দিন পথে নামে গেরুয়া শিবির। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এই আশঙ্কায় এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে কনকপুরায়। শিবকুমার দলের সমর্থকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেছেন, “কোনও রকম প্ররোচনায় প্রভাবিত হবেন না।”
আরও পড়ুন: ভাবনা-চিন্তার প্রয়োজন রয়েছে, সিএএ নিয়ে অন্য সুর নীতীশের গলায়
আরও পড়ুন: দিলীপের ‘গুলি করব’ মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, বিস্ফোরক বাবুল