অস্বস্তি বাড়িয়ে ব্যপম কাণ্ডে মৃত আরও এক

চার দিনে চার। মঙ্গলবার ব্যপম কাণ্ডে মৃত্যু হল আরও এক জনের। এ দিন মধ্যপ্রদেশের টিকমগড়-এর এক পর্যটন কেন্দ্র থেকে কনস্টেবল রমাকান্ত পাণ্ডের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে এটা একটা আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে তারা। তা ছাড়া রমাকান্ত পানাসক্ত ছিলেন এবং অবসাদে ভুগছিলেন। একই সঙ্গে তাঁর উপরে ঋণের বোঝাও ছিল বলেও জানিয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০৯:৪৬
Share:

চার দিনে চার। মঙ্গলবার ব্যপম কাণ্ডে মৃত্যু হল আরও এক জনের। এ দিন মধ্যপ্রদেশের টিকমগড়-এর এক পর্যটন কেন্দ্র থেকে কনস্টেবল রমাকান্ত পাণ্ডের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে এটা একটা আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে তারা। তা ছাড়া রমাকান্ত পানাসক্ত ছিলেন এবং অবসাদে ভুগছিলেন। একই সঙ্গে তাঁর উপরে ঋণের বোঝাও ছিল বলেও জানিয়েছে পুলিশ। পাশাপাশি, সুপ্রিম কোর্টও আগামী ৯ জুলাই ব্যপম সংক্রান্ত সব বিষয় নিয়ে শুনানিতে রাজি হয়েছে।

Advertisement

চার মাস আগেই ব্যপম কাণ্ডে রমাকান্ত পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল আদালতের নির্দেশে গঠিত স্পেশ্যাল টাস্ক ফোর্স (সিট)। তবে ব্যপম কাণ্ডের সঙ্গে এই মৃত্যুর যোগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পুলিশ।

রমাকান্তের মৃত্যুর পরে ব্যপম কাণ্ডে বিরোধিতা আরও বাড়বে বলেই আশঙ্কা বিজেপি-র। যদিও সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছিলেন, আদালত চাইলে তবেই সিবিআই তদন্ত হবে। তদন্তে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সন্তুষ্ট। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও প্রত্যেকটি মৃত্যুর সঙ্গে ব্যপম কাণ্ডকে জড়িয়ে দেওয়ার বিরোধিতা করেছিলেন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যপম কাণ্ডের নিন্দা করে বলেছিলেন, ‘‘এই বড় ষড়যন্ত্রের পিছনে অনেক ক্ষমতাবান ব্যক্তির হাত রয়েছে।’’ তবে সিবিআই নয়, লোকসভার আসন্ন বাদল অধিবেশনে কর্মরত সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে ব্যপমের তদন্তের দাবি করা হবে বলে তৃণমূল সূত্রে খবর।

Advertisement

এই সংক্রান্ত আরও:

বিজেপিতে বিরোধ সামনে এল ব্যপমে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement