ফাইল চিত্র।
কংগ্রেস প্রধান সনিয়া গান্ধীর উদ্দেশে কটূক্তি করার প্রতিবাদে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি জে পি নড্ডাকে চিঠি দিল কংগ্রেস। চিঠিতে দাবি করা হয়েছে, বিজেপি মুখপাত্র প্রেম শুক্ল সনিয়ার উদ্দেশে গণমাধ্যমে যে কটূক্তি করেছেন, তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি, এ-ও জানানো হয়েছে, ফের যদি কটূক্তি করা হয় তবে এ বার মানহানির মামলা করা হবে বিজেপির বিরুদ্ধে।
গত ২৩ জুলাই, শনিবার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সনিয়ার বিরুদ্ধে একাধিক বার কটূক্তি করেন প্রেম। তারপরেই প্রতিবাদে শামিল হয় কংগ্রেস।এ প্রসঙ্গে কংগ্রেস সেক্রেটারি জয়রাম রমেশের দাবি, প্রেম শুক্লর এই ধরনের মন্তব্যে বিজেপির মহিলা বিরোধী মানসিকতাই প্রকাশ হয়েছে বার বার।
এ দিন কংগ্রেসের তরফে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, সনিয়াকে উদ্দেশ্য করে বার বার যে কটূক্তি করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করা হচ্ছে। সেই সঙ্গে এ-ও বলা হয়েছে যে বিজেপির শীর্ষ নেতারা, যাঁরা সংস্কৃতি ও ঐতিহ্যের কথা বলেন, তাঁরাই বিভিন্ন সময়ে কংগ্রেসের ৭৫ বছরের শীর্ষনেত্রীকে অপমান করে এসেছেন। কংগ্রেসের দাবি, বৈদিক যুগ থেকেই তো মহিলাদের সম্মান করার কথা বলা হয়েছে। সুতরাং, বিজেপির প্রবর্তিত মত অনুসারে মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন সেই দলের সঠিক ভাবে জানা উচিৎ। কিন্তু বাস্তবে উল্টোটাই ঘটতে দেখা যায় বার বার।
চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এ বিষয়ে পদক্ষেপ করার আবেদনও করা হয়েছে কংগ্রেসের তরফে। বলা হয়েছে, দেশের সমস্ত মহিলাদের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির। পাশাপাশি, বিজেপি নেতা ও মুখপাত্ররা যাতে এই ধরনের মন্তব্য না করেন সেই দিকেও নজর রাখার আবেদন করা হয়েছে।