4 States Assembly Election Result

চার রাজ্যের ভোটের ফলে ‘হতাশ’ কংগ্রেস, হার মানলেন রাহুল, ‘ইন্ডিয়া’ জোটে জোর খড়্গের

তিন রাজ্যের ভোটে মুখ থুবড়ে পড়লেও লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতে চায় কংগ্রেস। সেই প্রস্তুতি শুরু হবে ‘ইন্ডিয়া’ জোটকে সঙ্গে নিয়েই। রবিবার ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের ফোন করেন খড়্গে। চলতি সপ্তাহে ‘ইন্ডিয়া’র বৈঠক করতে চায় কংগ্রেস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ ১৯:২৯
Share:

চার রাজ্যে ভোটের ফলের পরে পরাজয় স্বীকার করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধী। —ফাইল ছবি।

তিন রাজ্যে দলের ভরাডুবি হয়েছে। দখলে গিয়েছে একটি মাত্র রাজ্য। চার রাজ্যের বিধানসভা ভোটের ফল স্পষ্ট হতেই হতাশা প্রকাশ করল কংগ্রেস। রবিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে সমাজমাধ্যমে হতাশার কথা জানালেন। তিনি লেখেন, ‘‘তিন রাজ্যে আমাদের ফলাফল যে হতাশাজনক তা নিয়ে কোনও সন্দেহ নেই।’’ ভোটের এই ফলে পরাজয় স্বীকার করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, ‘‘জনতার রায়কে বিনম্রতার সঙ্গে আমরা স্বীকার করছি। তবে চিন্তাধারার লড়াই জারি থাকবে।’’ এর পরে ‘ইন্ডিয়া’ জোটকে সঙ্গে নিয়ে আসন লোকসভা নির্বাচনে প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছে কংগ্রেস।

Advertisement

রবিবার ছত্তীসগঢ়, রাজস্থান, এবং মধ্যপ্রদেশে পরাজিত হয়েছে কংগ্রেস। ছত্তীসগঢ় ও রাজস্থানে তারা গদিচ্যুত হয়েছে। ওই দুই রাজ্যে ক্ষমতা দখল করেছে বিজেপি। লোকসভা ভোটের আগে কংগ্রেসের জন্য যা বড় ধাক্কার। অন্তত ভূপেশ বঘেলের রাজ্যে এত খারাপ ফল হবে আশা করেননি অনেক কংগ্রেস নেতাও। হাতশিবিরের সন্তুষ্টি বলতে তেলঙ্গানা। ওই রাজ্য তারা জয় করেছে। রবিবার ‘এক্স’ হ্যান্ডেলে খড়্গে বলেন, ‘‘এই রায় দেওয়ার জন্য তেলঙ্গানার মানুষকে ধন্যবাদ জানাই। তাঁরা আমাদের গ্রহণ করেছেন। একই সঙ্গে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে যাঁরা আমাদের ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদও জানাই। ওই তিন রাজ্যে আমাদের ফল যে হতাশাজনক হয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।’’ তিনি আরও বলেন, ‘‘দৃঢ় সংকল্পের সঙ্গে আমরা এই তিনটি রাজ্যে নিজেদের পুনর্গঠন করার কাজ চালিয়ে যাব।’’

হিন্দি বলয়ের ওই তিন রাজ্যে লাগাতার ভোট প্রচার করেছেন রাহুল। জয় নিয়ে তিনি অনেক বেশি আশাবাদী ছিলেন। কর্নাটকের ভোটে তাঁর ‘ভারত জড়ো যাত্রা’ কর্মসূচির প্রভাব পড়েছিল বলে কংগ্রেস নেতারা দাবি করেছিলেন। কিন্তু এ ক্ষেত্রেও তেমন কিছু দেখা গেল না। রবিবার বিকেলে ‘এক্স হ্যান্ডলে’ রাহুল লেখেন, ‘‘মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানে জনতার রায়কে বিনম্রতার সঙ্গে মেনে নিচ্ছি। তেলঙ্গানার মানুষকে আমার অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই উজ্জ্বল তেলঙ্গানা গড়ার প্রতিশ্রুতি পূরণ করব। সমস্ত কর্মীর পরিশ্রম এবং সমর্থনের জন্য মন থেকে শুভেচ্ছা জানাই।’’

Advertisement

এই ভোটে মুখ থুবড়ে পড়লেও লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতে চায় কংগ্রেস। সেই প্রস্তুতি শুরু হবে ‘ইন্ডিয়া’ জোটকে সঙ্গে নিয়েই। কংগ্রেস সূত্রে খবর, চার রাজ্যের ভোট গণনার কয়েক ঘণ্টা পরেই ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের ফোন করেন খড়্গে। আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসতে চায় কংগ্রেস। তবে এই ফলের পরে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন তোলা শুরু করেছে। যদিও সমাজমাধ্যমে খড়্গের বক্তব্য, ‘‘সাময়িক এই বিপত্তি আমরা কাটিয়ে উঠব। আসন্ন লোকসভা নির্বাচনে জন্য ইন্ডিয়া জোটকে নিয়ে আমরা প্রস্তুতি শুরু করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement