Sanjay Singh

দলে স্বচ্ছতা নেই, অভিযোগ তুলে কংগ্রেস ছাড়লেন সঞ্জয় সিংহ, যেতে পারেন বিজেপিতে

দলত্যাগের সঙ্গে সঙ্গে রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছেন সঞ্জয় সিং। সূত্রের খবর, তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১৯:২১
Share:

কংগ্রেস ছাড়লেন সঞ্জয় সিং। ছবি: টুইটার

দলে স্বচ্ছতা না থাকার অভিযোগ তুলে সস্ত্রীক কংগ্রেস ছাড়লেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ। অসম থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন সঞ্জয়। আগামিকালই বিজেপিতে যোগ দিতে পারেন সঞ্জয়।

Advertisement

দলত্যাগের সঙ্গে সঙ্গে রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছেন সঞ্জয়। সূত্রের খবর, তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। ইস্তফার কারণ হিসেবে সঞ্জয় বলেন, ‘‘কংগ্রেসের মধ্যে এখন কোনও সমন্বয় নেই। দলের নেতারাও অন্তঃসারশূন্য হয়ে গিয়েছেন। দলেরও কোনও স্বচ্ছতা নেই।’’

একসময় গাঁধী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার ফলেই প্রচারের আলোয় আসেন সঞ্জয়। কিন্তু, ১৯৮৮ সালে তিনি জনতা দলে যোগ দেন। পরে অবশ্য তিনি বিজেপিতে যোগ দেন। ১৯৯৮ সালে অমেঠী লোকসভা আসন থেকেও জয়ী হন তিনি। কিন্তু, ২০০৩ সালে ফের কংগ্রেসে যোগ দেন।

Advertisement

আরও পড়ুন: তিন তালাক বিল রাজ্যসভাতেও পাশ, বড় জয় মোদী সরকারের​

সঞ্জয় বলেন, ‘‘মোদীর নেতৃত্বে সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রে আস্থা রেখেই বিজেপিতে যোগ দেব। সমস্ত দেশ মোদীর সঙ্গে রয়েছে। আর কংগ্রেস অতীতেই পড়ে রয়েছে, ভবিষ্যতের কথা ভাবছেই না।’’

আরও পড়ুন: ক্ষমতায় ফিরেই টিপুর জন্মজয়ন্তী পালন বাতিল করল ইয়েদুরাপ্পা সরকার​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement