NDA Government

‘সরকার গড়ে ভুল করেছে, যে কোনও সময় মোদীর পতন ঘটবে’! মমতার সুরে বিজেপিকে খোঁচা খড়্গের

তৃতীয় মোদী সরকারের ‘স্থায়িত্ব’ নিয়েও সংশয় প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি। তাঁর মন্তব্য, ‘‘ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। মোদীজি জনাদেশ পাননি। ’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২৪ ১৫:০১
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, মল্লিকার্জুন খড়্গে। —ফাইল চিত্র।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এ বার নরেন্দ্র মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তাঁর দাবি, লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটদাতারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার পক্ষে রায় দেননি।

Advertisement

তৃতীয় মোদী সরকারের ‘স্থায়িত্ব’ নিয়েও সংশয় প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি। তাঁর মন্তব্য, ‘‘ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। মোদীজির জনাদেশ পাননি। এটি একটি সংখ্যালঘু সরকার। এই সরকারের যে কোনও সময় পতন হতে পারে।’’

তবে কংগ্রেস স্বতঃপ্রণোদিত হবে মোদী সরকারের পতন ঘটাতে সক্রিয় হবে না বলে বার্তা দিয়েছেন খড়্গে। তিনি বলেন, ‘‘আমরা দেশের মঙ্গল চাই। দেশকে শক্তিশালী করার জন্য আমাদের এক সঙ্গে কাজ করা উচিত। আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাস আছে, কোনও কিছু ভাল ভাবে চলতে না দেওয়ার। কিন্তু আমরা দেশকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করব।’’

Advertisement

গত শনিবার লোকসভা ভোটে জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠকের পর মমতা বলেছিলেন, ‘ইন্ডিয়াই আগামী দিনে সরকার গড়বে। সেটা শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রেখে চলছি।’’ খড়্গের প্রশ্ন, সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কেন সরকার গড়ল বিজেপি। জবাবে এনডিএর সহযোগী জেডিইউর নেতা নীরজ কুমার শনিবার বলেন, ‘খড়্গেজি বোধহয় ভুলে গিয়েছেন কংগ্রেসের পিভি নরসিংহ রাও এবং মনমোহন সিংহ লোকসভা ভোটে কত আসনে জিতে সরকার গড়েছিলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement