কংগ্রেস সাংসদ ধীরজ সাহু। (বাঁ দিকে) উদ্ধার হওয়া টাকার কিছু অংশ (ডান দিকে। ) ছবি: সংগৃহীত।
উদ্ধার হওয়া বিপুল নগদের সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। দাবি করলেন ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহু। তাঁর দাবি, বাজেয়াপ্ত হওয়া অর্থ তাঁর পারিবারিক ব্যবসার। এ বিষয়ে বিস্তারিত হিসাব সঠিক জায়গায় দেবেন বলেও দাবি করেছেন তিনি।
গত আট দিন ধরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি, একাধিক সংস্থা এবং অফিস থেকে সাড়ে তিনশো কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। তা হয়ে উঠেছে জাতীয় রাজনীতির অন্যতম চর্চার বিষয়। টাকার ছবি সংবাদের প্রতিবেদন-সহ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে কংগ্রেস-সহ বিরোধীদের কটাক্ষ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এত দিন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংশ্লিষ্ট কংগ্রেস সাংসদের। অবশেষে মুখ খুললেন তিনি। সংবাদসংস্থা এএনআইকে ঝাড়খণ্ডের সাংসদ বলেছেন, ‘‘যে নগদ উদ্ধার হয়েছে তা আমার মদের সংস্থার। মদ বিক্রির টাকা। উদ্ধার হওয়া অর্থের সঙ্গে আমার দল কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের কোনও সম্পর্কই নেই।’’
পাশাপাশি ধীরজ জানিয়েছেন, তিনি ব্যক্তিগত ভাবে পারিবারিক ব্যবসায়ে যুক্ত নন। তাঁর পরিবারের অন্য সদস্যেরা নগদ উদ্ধারের ব্যাপারে বিস্তারিত জানাতে পারবেন। তিনি বলেন, ‘‘এই টাকা যে পুরোটা আমার তেমন নয়। এটা আমাদের পরিবার এবং পারিবারিক ব্যবসায়িক সংস্থার অর্থ। আয়কর দফতর অভিযান চালিয়েছে। আমি সমস্ত হিসাব দিয়ে দেব।’’