—প্রতীকী চিত্র।
রাজ্যে সদ্য ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একা লড়েছে কংগ্রেস। কোচবিহারের সিতাই কেন্দ্রে দলের ভোট লোকসভা নির্বাচনের চেয়ে বাড়লেও বাকি পাঁচ কেন্দ্রে ফল হয়েছে শোচনীয়। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচন মাথায় রেখে বামেদের সঙ্গেই সমঝোতা বজায় রাখা উচিত কি না, সেই প্রশ্নে ফের শুরু হয়েছে চর্চা। এই পরিস্থিতির মধ্যেই রাজ্য ও জেলা কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে আসছেন বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর।
অল্প দিন আগে নিজে বিধানসভায় জিতে মীর কাশ্মীরে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। তার পরে এই প্রথম তাঁর বঙ্গ সফর। কংগ্রেস সূত্রের খবর, আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর আলাদা করে প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতৃত্ব, প্রদেশ কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা নেতৃত্ব ও বিভিন্ন শাখা সংগঠন ও বিভাগের ভারপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করবেন এআইসিসি-র পর্যবেক্ষক। ডাকা হচ্ছে দলের সাংসদ, প্রাক্তন সাংসদ ও বিধায়কদেরও। মীরের সঙ্গে বাংলার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি-র দুই সম্পাদক, ওড়িশার আসফ আলি খান এবং ঝাড়খণ্ডের অম্বা প্রসাদেরও ওই বৈঠকে আসার কথা। লোকসভা ভোটের পরে মীর এসে এক বার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে শুভঙ্কর সরকার দায়িত্ব পাওয়ার পরে এআইসিসি পর্যবেক্ষকের উপস্থিতিতে পূর্ণাঙ্গ বৈঠক এই প্রথম। দলের এক নেতার বক্তব্য, “প্রদেশ কংগ্রেস-সহ নানা কমিটি এখনও নতুন করে গঠন করা হয়নি। রাজনৈতিক কৌশলের পাশাপাশি সাংগঠনিক বিষয়ও আলোচনায় আসতে পারে।”