রাজনাথের ‘শস্ত্র পূজা’, কংগ্রেস বলছে ‘তামাশা’

মঙ্গলবার ফ্রান্সের বোর্দোয় আনুষ্ঠানিক ভাবে প্রথম রাফাল যুদ্ধবিমানটি হাতে মেলার পরে সেটির গায়ে ওম চিহ্ন এঁকে, ফুল দিয়ে, নারকেল ফাটিয়ে, যুদ্ধবিমানের চাকার নীচে লেবু রেখে ‘শস্ত্র পূজা’ সারেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ০১:৪১
Share:

ছবি: পিটিআই।

যুদ্ধবিমান রাফালের গায়ে লেখা হল ‘ওম’। চাকার নীচে রাখা হল লেবু। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের এমন ‘শস্ত্র পূজা’ নিয়ে সৃষ্টি হল বিতর্কের। আজ কংগ্রেস একে ‘তামাশা’ আখ্যা দিতেই বিজেপি টেনেছে বফর্স প্রসঙ্গ। বলেছে, যাঁরা কুত্রোচ্চিকে পুজো করেন, তাঁদের জন্য ‘শস্ত্র পূজা’ সত্যিই সমস্যার।

Advertisement

মঙ্গলবার ফ্রান্সের বোর্দোয় আনুষ্ঠানিক ভাবে প্রথম রাফাল যুদ্ধবিমানটি হাতে মেলার পরে সেটির গায়ে ওম চিহ্ন এঁকে, ফুল দিয়ে, নারকেল ফাটিয়ে, যুদ্ধবিমানের চাকার নীচে লেবু রেখে ‘শস্ত্র পূজা’ সারেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। বিজয়া দশমীর ‘রীতি মেনে’ রাজনাথের এই ‘শস্ত্র পূজা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলেছে দিনভর। কেউ লিখেছেন, দেশকে রক্ষা করার জন্য প্রথমে কেনা হল রাফাল। তার পরে রাফালকে রক্ষা করতে কেনা হল লেবু!’’ বিমানের চাকার নীচে লেবুর ছবিকে তুলে ধরে দক্ষিণী অভিনেতা মামুটির কটাক্ষ, ‘‘লেবুর জুস বানানোর জন্য রাফাল কিনছে না কি ভারত?’’ কংগ্রেসের মল্লিকার্জুন খড়্গে বলেন, ‘‘এই ধরনের তামাশার প্রয়োজন নেই। কংগ্রেস যখন বফর্স কিনেছিল, লোক দেখানোর জন্য সে সব আনতে কেউ বিদেশেও যায়নি।’’ ভারতের প্রতিরক্ষামন্ত্রীর কুসংস্কার দেখে গোটা বিশ্ব কী ভাবছে, তা নিয়ে প্রশ্ন তোলেন দলের আর এক নেতা উদিত রাজ।

সমালোচনার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, শস্ত্র পূজা ভারতে দীর্ঘ দিন ধরে প্রচলিত। তিনি বলেন, ‘‘কোন বিষয়কে সমর্থন করবে, কোনটি করবে না, কংগ্রেসের তা ভাবা উচিত।’’ মহারাষ্ট্রে ভোটের মুখে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম অমিতকে সমর্থন করেছেন। তাঁর মন্তব্য, ‘‘শস্ত্র পূজা দেশের পুরনো রীতি, একে তামাশা বলা যায় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement