Rahul Gandhi

মনের মতো পাত্রী পেলে বিয়ে: রাহুল

৫২ বছর বয়সি রাহুল এখনও দেশের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’। বিয়ে নিয়ে বহু বার তাঁকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ‘কার্লি টেলস’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিয়ের নিয়ে কিছু কথা বলেছেন ওয়েনাড়ের সাংসদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ০৬:৫৮
Share:

রাহুল গান্ধী। ফাইল চিত্র।

‘ভারত জোড়ো যাত্রা’র ফাঁকে নিজের বিয়ে নিয়ে আবার মুখ খুললেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ উঠতেই হাসতে হাসতে তিনি বলেছেন, ‘‘মনের মতো পাত্রী পেলে বিয়ে করব।’’

Advertisement

৫২ বছর বয়সি রাহুল এখনও দেশের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’। বিয়ে নিয়ে বহু বার তাঁকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ‘কার্লি টেলস’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিয়ের নিয়ে কিছু কথা বলেছেন ওয়েনাড়ের সাংসদ। ওই সাক্ষাৎকারে রাহুলের বিয়ে নিয়ে মন্তব্যগুলি আজ প্রকাশ্যে এসেছে। প্রশ্নকর্তা তাঁকে বলেছেন, ‘‘একটি ব্যক্তিগত প্রশ্ন করতে পারি?’’ রাহুলের সম্মতি পাওয়ার পরে প্রশ্ন, ‘‘বিয়ের পরিকল্পনা করেছেন? নাকি বিয়েই করবেন না?’’ প্রশ্ন শুনে হেসে ফেলেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি। তিনি বলেন, ‘‘মনের মতো পাত্রী যখন পাব, তখন বিয়ে করব।’’

কেমন পাত্রী পছন্দ সেই প্রশ্নের জবাবে রাহুল বলেছেন, ‘‘তাঁকে (পাত্রী) অবশ্যই ভাল মানুষ, বুদ্ধিমতী হতে হবে।’’ রাহুলের জবাব শুনে প্রশ্নকর্তা বলেন, ‘‘মহিলাদের কাছে আপনার এই বার্তা পৌঁছে গেল।’’ শুনে রাহুলের সহাস্য মন্তব্য, ‘‘ঠিক আছে। আপনি আমাকে বিপদে ফেললেন এ বার।’’ সম্প্রতি ‘ভারত জোড়ো যাত্রা’য় সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময়ও রাহুল বলেছিলেন, ‘‘এমন এক জন মহিলাকে বেছে নেব, যাঁর মধ্যে আমার মা (সনিয়া গান্ধী) এবং ঠাকুমা (ইন্দিরা গান্ধী) দু’জনের গুণই রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement