শিবকুমারকে বরণে সমারোহ কংগ্রেসের

সাম্প্রতিক কালে নানা বিপদে কং‌গ্রেসের প্রধান সহায় হয়ে ওঠা শিবকুমারকে গত মাসে গ্রেফতার করে ইডি। চার সপ্তাহ তিহাড় জেলে থাকার পরে বুধবার জামিন পেয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ০১:৪৯
Share:

বিরাট মালা দিয়ে স্বাগত শিবকুমারকে। শনিবার বেঙ্গালুরুতে। ছবি: পিটিআই

টাকা পাচারের মামলায় জামিন পাওয়ার পরে নিজের রাজ্যে ফিরলেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। বেঙ্গালুরুতে মহা সমারোহে তাঁকে অভ্যর্থনা জানালেন সমর্থকেরা।

Advertisement

সাম্প্রতিক কালে নানা বিপদে কং‌গ্রেসের প্রধান সহায় হয়ে ওঠা শিবকুমারকে গত মাসে গ্রেফতার করে ইডি। চার সপ্তাহ তিহাড় জেলে থাকার পরে বুধবার জামিন পেয়েছেন তিনি। তার পরে দিল্লিতে সনিয়া গাঁধী-সহ শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। আজ ফিরলেন কর্নাটকে।

ভোক্কালিগা সম্প্রদায়ের নেতা শিবকুমারের জন্য বেঙ্গালুরুতে বিশাল সমারোহের আয়োজন করেছিলেন কংগ্রেস নেতৃত্ব। আজ বেঙ্গালুরু বিমানবন্দরে আসার পরে বিশাল আপেলের মালা দিয়ে
স্বাগত জানানো হয় তাঁকে। পরে তাঁকে নিয়ে রীতি মতো বাজি ফাটাতে ফাটাতে বিশাল মিছিল হাজির হয় প্রদেশ কং‌গ্রেসের দফতরে। রাজনীতিকদের মতে, প্রভাবশালী ভোক্কালিগা সম্প্রদায়ের নেতা শিবকুমার ওল্ড মাইসুরুর বেঙ্গালুরু গ্রামীণ, রামনগর, মান্ড্য এবং আশপাশের এলাকায় জনপ্রিয়। তাঁর
গ্রেফতারির পরে তাই ওই এলাকাগুলিতে পথে নেমেছিলেন মানুষ। ভোক্কালিগা সম্প্রদায়ের পক্ষেও মিছিলের আয়োজন করা হয়।

Advertisement

শিবকুমারের অভ্যর্থনার জন্য সমারোহকে কটাক্ষ করেছে রাজ্য বিজেপি ও রাজ্যের প্রাক্তন লোকায়ুক্ত সন্তোষ হেগড়ে। বিজেপির বক্তব্য, ‘‘যে রাজনৈতিক দল দুর্নীতিতে অভিযুক্ত নেতাকে নায়কের সম্মান দেয় তাদের মানসিকতা কেমন ভেবে দেখুন?’’

সন্তোষ হেগড়ের কথায়, ‘‘দুর্নীতিতে অভিযুক্তদের বয়কট করার পরিবর্তে তাঁদের সম্মান জানানো হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement