উত্তরাখণ্ডে ‘বিদ্রোহ’, কংগ্রেস থেকে বহিষ্কৃত বিজয় বহুগুণার ছেলে

উত্তরাখণ্ড সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণাকারী সাকেত বহুগুণাকে সোমবার ছ’বছরের জন্য বহিষ্কার করল কংগ্রেস। কংগ্রেসের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণার ছেলে সাকেত বহুগুণাই রাওয়াত সরকারকে বেকায়দায় ফেলেছেন। নয় বিক্ষুব্ধ বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে তিনিই নাকি প্রথম বিদ্রোহ শুরু করেছিলেন। এর পিছনে যে বিজয় বহুগুণারও হাত রয়েছে তা নিয়েও নিশ্চিত কংগ্রেস হাইকম্যান্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ১৯:১৯
Share:

উত্তরাখণ্ড সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণাকারী সাকেত বহুগুণাকে সোমবার ছ’বছরের জন্য বহিষ্কার করল কংগ্রেস। কংগ্রেসের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণার ছেলে সাকেত বহুগুণাই রাওয়াত সরকারকে বেকায়দায় ফেলেছেন। নয় বিক্ষুব্ধ বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে তিনিই নাকি প্রথম বিদ্রোহ শুরু করেছিলেন। এর পিছনে যে বিজয় বহুগুণারও হাত রয়েছে তা নিয়েও নিশ্চিত কংগ্রেস হাইকম্যান্ড।

Advertisement

উত্তরাখণ্ডে ৭০ আসনের মধ্যে কংগ্রেস সরকারের হাতে রয়েছে ৩৮ জন বিধায়ক। প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক জোটের আরও ছ’জন বিধায়ক মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের সরকারকে সমর্থন করছেন। কিন্তু, গত শুক্রবার নয় বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক বিজেপি-র সঙ্গে হাত মেলান। এর ফলে বিজেপি-র ২৮ জন বিধায়কের সঙ্গে মিলে রাজ্যের বিরোধী দলের শক্তি বেড়ে দাঁড়ায় ৩৭-এ। এর পরই রাওয়াত সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি করতে থাকেন তাঁরা। শুধু তাই নয়, এ দিন সন্ধ্যায় এ দাবি নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের। রাওয়াত সরকারকে আগামী মঙ্গলবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি করবেন বলে জানিয়েছে বিজেপি। হাত গুটিয়ে নেই কংগ্রেসও। এ দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন কপিল সিব্বল, অম্বিকা সোনি, এ কে অ্যান্টনি-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা।

আরও পড়ুন

Advertisement

বঙ্গ ভোট ভুলে উত্তরাখণ্ডে ব্যস্ত বিজেপি নেতারা

এ দিন উত্তরাখণ্ড বিতর্কে নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত দাবি করেন, মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে জলের মতো টাকা খরচ করছে বিজেপি। শুধু তাই নয়, মুখ্যামন্ত্রীর আরও দাবি, কেন্দ্র সরকার নিজের ক্ষমতার জোরে ছোট রাজ্যগুলির স্বপ্নভঙ্গ করার চেষ্টা করছে। উত্তরাখণ্ডে সঙ্কটের জন্য কংগ্রেসই দায়ী বলে পাল্টা দাবি করেছে বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির তির্যক মন্তব্য, “আমরা নই, কংগ্রেসের মধ্যেই গভীর ফাটল রয়েছে।” গোটা ঘটনায় জন্য ওই নয় বিক্ষুব্ধকে দায়ী করে বিধানসভা থেকে তাঁদের বহিষ্কারের দাবি তুলেছেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement