Gulam Nabi Azad

Padma Award: আজাদের পাশে সিব্বল, তারুর, মোদীর পদ্ম পুরস্কারে বিভক্ত কংগ্রেস নেতৃত্ব

সিব্বল বলেন, ‘পদ্মভূষণের জন্য আজাদকে অভিনন্দন। জনসেবার জন্য বিপক্ষ সরকারের কাছে থেকে এই সম্মান খুবই ভাল।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১৩:৪৬
Share:

কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এবং কপিল সিব্বল। নিজস্ব চিত্র।

নরেন্দ্র মোদী সরকারের পদ্ম পুরস্কারকে ঘিরে আরও বিভাজন তৈরি হল কংগ্রেসের মধ্যে। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের পদ্মভূষণ পাওয়া নিয়ে দলের মধ্যেই শুরু হল বিবাদ। ওই বিষয়ে বুধবার দলকে খোঁচা দিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল টুইট করেন, 'জনস্বার্থে আজাদের অবদানকে কংগ্রেস প্রয়োজন বলে মনে করেনি। এটা খুবই হাস্যকর।'

Advertisement

তিনি আরও লেখেন, 'পদ্মভূষণ পাচ্ছেন গুলাম নবি আজাদ। শুভেচ্ছা ভাইজান!' শুধু সিব্বল নন, কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ নেতাদের অন্যতম শশী তারুরও গুলামের পাশে দাঁড়িয়েছেন। তিনি টুইট করেন, 'পদ্মভূষণের জন্য আজাদকে অভিনন্দন। জনসেবার জন্য বিপক্ষ সরকারের কাছে থেকে এই সম্মান খুবই ভাল।'

মঙ্গলবার বিপরীত মেরুর দুই রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং আজাদকে পদ্ম সম্মানের কথা ঘোষণা করে মোদী সরকার। কিন্তু বুদ্ধ ওই সম্মান প্রত্যাখ্যান করেছেন। আজাদ তা গ্রহণ করছেন। যা নিয়ে ওই দিনই ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেসের বিক্ষুব্ধদের একাংশ। মঙ্গলবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ খোঁচা দিয়ে বলেছিলেন, বুদ্ধবাবু আজাদ রয়েছেন, গুলাম হতে চাননি। তার পরই বুধবার গুলামের পাশে দাঁড়ালেন সিব্বল ও তারুর। তবে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল বুধবার নিজের টুইটার হ্যান্ডল থেকে কংগ্রেসের নাম মুছে দেন গুলাম। ফলে এই দ্বন্দ্ব কংগ্রেসের মধ্যে আগামিদিনে আরও তীব্র হবে তা বলাই যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement