—ফাইল চিত্র।
পি চিদম্বরমের মুক্তির দাবিতে সংসদের অধিবেশন শুরুর আগেই সরব হল কংগ্রেস। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদল বৈঠকে কংগ্রেসের গুলাম নবি আজাদ, অধীররঞ্জন চৌধুরী প্রাক্তন অর্থমন্ত্রীর মুক্তির দাবিতে সরব হন। কংগ্রেসের পরিকল্পনা, রাজনৈতিক উদ্দেশ্যে চিদম্বরমকে আটকে রাখা হয়েছে বলে তারা অধিবেশনেও সরব হবে।
সূত্রের খবর, কংগ্রেসের এই দাবির মধ্যেই প্রতিবাদ করেন ওয়াইএসআর কংগ্রেসের নেতা বিজয়সাই রেড্ডি। তাঁদের নেতা জগন্মোহনকে ইউপিএ আমলে সিবিআই গ্রেফতার করেছিল। রেড্ডি অভিযোগ তোলেন, চিদম্বরমের জন্যই জগন্মোহনকে হেনস্থা হতে হয়েছিল। তার তীব্র প্রতিবাদ করেন কংগ্রেসের নেতারা। এই বিবাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, চিদম্বরম আদালতের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে বা জেলে রয়েছেন।
গত কালই চিদম্বরম পরিবারের মাধ্যমে টুইট করে অভিযোগ তুলেছিলেন, ‘‘আমি সংসদে নিজের আসনে দাঁড়িয়ে মুখ খুলব। এ নিয়ে সরকার ভয় পাচ্ছে কেন? আমি প্রতি সপ্তাহে কলম ধরব ও অর্থব্যবস্থার খারাপ দিকগুলি খোলসা করব। তা নিয়েই বা সরকার ভীত কেন?’’
আরও পড়ুন: শবরী-জটের মাঝেই ভক্ত ভিড় মসজিদে
চিদম্বরমের জামিনের আর্জি খারিজ করে দিল্লি হাইকোর্টের রায় নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁর ছেলে কার্তি। আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের জামিনের আর্জি খারিজ করার নির্দেশে দেখা যাচ্ছে অন্য একটি টাকা পাচারের মামলার রায়ের উদ্ধৃতি। ২০১৯ সালের ১৫ নভেম্বর ওই রায়ে আইনজীবী রোহিত টন্ডনের জামিন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। চিদম্বরম মামলার নির্দেশে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস কে কাইট টন্ডন মামলার রায়ের বেশ কয়েকটি অংশ পুরোপুরি উদ্ধৃত করেছেন। কার্তি একে ‘কাট-কপি-পেস্ট’ বলে কটাক্ষ করেছেন। সম্প্রতি ইডি কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের জামিন খারিজের আর্জিতে চিদম্বরমের বিরুদ্ধে আর্জির অংশ ‘কাট-কপি-পেস্ট’ করে সুপ্রিম কোর্টে ধমক খেয়েছিল।